জাতীয় খো খো শুরু

উদ্বোধনী খেলায় বাংলাদেশ আনসার ১ পয়েন্ট ও ইনিংসে হারায় যশোরকে।

ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উপলক্ষে শুক্রবার পল্টন ময়দানে শুরু হয়েছে জাতীয় খো খো। এই আসরের পৃষ্ঠপোষক মার্কেন্টাইল ব্যাংক ও বাংলাদেশ বিমান।

তিন দিনব্যাপী এই আসরের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব-উল-আলম।

উদ্বোধনী খেলায় বাংলাদেশ আনসার ১ পয়েন্ট ও ইনিংসে হারায় যশোরকে।

পুরুষদের বিভাগে টাঙ্গাইলের বিপক্ষে জয় পেয়েছে ঢাকা জেলা।