আর্জেন্টিনায় মাঠের তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’ দলের সমর্থকেরা। ছুড়া হয় স্ট্যান গ্রেনেড! আবার স্টেডিয়ামের ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন বেশ কয়েকজন। সব মিলিয়ে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় গ্যালারি।
রাজধানী বুয়েনাস আয়ার্সে কোপা সুদামেরিকানা ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে। যেখানে শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্ট ডি আভেলানেদা ও চিলিয়ান ক্লাব ইউনিভার্সিদাদ ডি চিলি।
তবে ম্যাচের মাঝপথে গ্যালারিতে তুমুল সংঘর্ষ বেধে যায় দু’দলের সমর্থকদের মধ্যে। যার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত ম্যাচটি বন্ধ করে দিতে বাধ্য হন ম্যাচ কর্মকর্তারা। এদিকে গণগ্রেফতার শুরু করে পুলিশ।
মাদ্রিদ ভিত্তিক পত্রিকা দ্য মার্কা জানিয়েছে, এ ঘটনায় মারাত্মক আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা সঙ্কটজনক। তিন শতাধিক সমর্থকদের গ্রেফতার করেছে পুলিশ।
খেলাটি স্বাভাবিকভাবেই চলছিল। প্রথমার্ধ শেষ হয়ে ম্যাচ গড়ায় দ্বিতীয়ার্ধে। এই অর্ধের শুরুতে ম্যাচটি ছিল ১-১ গোলে সমতায়। এরপরেই ঘটে বিপত্তি।
ইউনিভার্সিদাদ ডি চিলির প্রায় তিন হাজার সমর্থকের দখলে থাকা একটি স্ট্যান্ড থেকে গন্ডগোলের সূত্রপাত। উগ্র সমর্থকরা গ্যালারির টয়লেটগুলো ধ্বংস করে দেয় ও আর্জেন্টাইন সমর্থকদের দিকে চেয়ার আর পাথর ছুঁড়তে শুরু করে।
এরপর পুলিশ হস্তক্ষেপ করে। তাতেই ঘটনা মোড় নেয় অন্যদিকে। পুলিশ ওই স্ট্যান্ড থেকে দর্শনার্থীদের বের করে দিতে শুরু করে। তবে শেষ পর্যন্ত স্বল্প কিছু সংখ্যক চিলিয়ান ক্লাব ইউনিভার্সিদাদ ডি চিলির সমর্থক সেখানে ছিল।
এমন সময় আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেন্ডেন্টের উগ্র একটি দল সেখানেব থাকা চিলির সমর্থকদের ওপর আক্রমণ করে। তাতেই বাঁধে গোলমাল। এ সময় পাথর ও চেয়ার ছোড়াছুড়ি হলেও তার মধ্যে একটি স্ট্যান গ্রেনেডও ছিল।
এদিকে সহিংসতা চলাকালে এক দর্শক স্টেডিয়ামের ওপর থেকে নিচে পড়ে যান। জানা গেছে, তার অবস্থা সঙ্কটাপন্ন।
এদিকে পরিস্থিতি জটিল আকার ধারণ করায় উরুগুয়ের রেফারি গুস্তাভো তেজেরা খেলোয়াড়দের নিরাপত্তাহীন অবস্থা দেখে দ্রুত ম্যাচটি বাতিল ঘোষণা করে দেন।
পরে কনমেবল নিশ্চিত করে যে, নিরাপত্তা নিশ্চিত না থাকার কারণে ম্যাচটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে। এবং এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বিচারিক সংস্থার কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ। তিনি বলেন, ‘সমর্থকদের মাঝে যা ঘটেছে, তা বহু দিক থেকেই ভুল। দোষীদের চিহ্নিত করতে ন্যায়বিচার অবশ্যই কাজ করবে।’