আজ দুপুরে ঢাকা রির্পোটার্স ইউনিটির নির্বাচনের সময় দেখা। ক্রীড়া সাংবাদিক জহির ভুইয়ার সাথে আমার এই সাক্ষাৎটি ছিল অনেক দিন পর। কে জানতো ও দেখাই তার সাথে আমার শেষ দেখা। বিকেলে মোটর সাইকেল দুর্ঘটনায় দুনিয়া ছেড়েই চলে যান ভোরের পাতার সিনিয়র স্পোর্টস রির্পোটার জহির (ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
ঢাকার খিলগাঁও এলাকায় তার মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। নিয়ন্ত্রন হারিয়ে তার মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে যায়। এতে মারাত্মক আহত হন তিনি।
এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
জহির উদ্দিন ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর থানার চাপিতলা গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। বর্তমানে ঢাকার মধ্য বাসাবো এলাকায় নিজেদের বাড়ীতে পরিবার নিয়ে থাকতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের বাবা। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ), বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন।



