প্রথম ম্যাচে পিডব্লিউডির সাথে ২-২ গোলে ড্র করা। এরপর গত পাঁচ ম্যাচে অপ্রতিরোধ্য ছিল বসুন্ধরা কিংস। টানা ৫ ম্যাচেই জয়। এর মধ্যে ৫ গোলে জয় ছিল ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের বিপক্ষে। সেই বসুন্ধরা কিংসকে বাংলাদেশ ফুটবল লিগে আর আর অপরাজিত থাকতে দিলো না বাংলাদেশ পুলিশ।
শনিবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে তাদের ২-১ গোলে হারিয়েছে পুলিশ। এই জয়ে পয়েন্ট টেবিলে পুলিশের অবস্থান পোক্তা হলেও বসুন্ধরার শীর্ষস্থান টলেনি। ৭ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরেই তপু বর্মনের দল। অন্য দিকে ১০ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে পুলিশ। শনিবার অন্য ম্যাচে হোঁচট খেয়েছে মোহামেডান। তাদেরকে ১-১ এ ম্যাচ শেষ বাধ্য করেছে আরামবাগ ক্রীড়া সঙ্ঘ। পয়েন্ট টেবিলের তলানীতে থাকা দলটি এই এক পয়েন্ট পেয়ে ১০ নম্বর থেকে ৯ এ উঠে এসেছে। অন্য দিকে ফর্টিসের কাছে ০-৩ গোলে হেরে সবার নিচে নেমে গেছে ইয়ংম্যান্স। আরামবাগ ও ফর্টিসের পয়েন্ট ৫ করে। তবে গোলে এগিয়ে মতিঝিল ক্লাব পাড়ার দলটি। আর ফর্টিস ১৪ পয়েন্ট নিয়ে গরম নিঃশ্বাস ফেলছে বসুন্ধরা কিংসের গাঁঢ়ে। দুই দলের পয়েন্টের ব্যবধান মাত্র ২। ম্যাচগুলোর আগে সন্ত্রাসীদের হামলায় নিহত হওয়া ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বসুন্ধরা কিংসেরই সাবেক ফুটবলার রাব্বী হোসেন রাহুল। ব্রাদার্সে লোনে খেলার সময় বসুন্ধরার বিপক্ষে গোল করেছিলেন জাতীয় দলে ডাক পেয়ে আবার বাদ পড়া এই ফরোয়ার্ড। এরপর ফিরে যান বসুন্ধরায়। এবার তিনি পুলিশের খেলোয়াড়। আজ পুলিশের জার্সি গায়ে আবার জালের দেখা পাওয়া দেশ সেরা ক্লাবটির। ম্যাচের তিন মিনিট বয়সেই রাহুলের গোলে লিড নেয়া। ভুটানের অরগিয়ে ওয়াংচুকের পাস থেকে বিপক্ষ কিপার আনিসুর রহমান জিকোকে পরাস্ত করেন রাহুল। এরপর শুরু হয় সাবেক ট্রেবল জয়ীদের ম্যাচে ফেরার লড়াই। ডরিয়েলটন এবং ইমানুয়েল সানডেদের কয়েকটি চেস্টা ব্যর্থ হওয়ার পর ৩২ মিনিটে সাফল্য পায় তারা। ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিদের বক্সের ভেতর থেকে নেয়া শটে স্কোর ১-১। লিগে এটি তার পঞ্চম গোল। এরপর জয়ের চেষ্টা করেও ব্যর্থ বসুন্ধরা কিংস। উল্টো ৯৩ মিনিটে সর্বনাশ। ক্রস থেকে আসা বলে নিচু শটে বল জালে পাঠান উগান্ডার শাফিক কুচি কাগিমা।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান এগিয়ে গিয়েছিল অধিনায়ক মেহেদী হাসান মিঠুর গোলে। ২৫ মিনিটেন পাওয়া এই লিড অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। মোহামেডানেরই সাবেক ফরোয়ার্ড আমির হাকিম বাপ্পীর গোলে খেলায় ফিরে আরামবাগ। ৩৯ মিনিটে তার করা এই গোলের পর ম্যাচে আর বল জালে যায়নি। ফলে ৭ খেলায় ৮ পয়েন্ট জমা করেছে আলফাজ আহমেদের দল। আর শেখ জাহিদুর রহমান মিলনের দল টানা দুই ম্যাচে পয়েন্ট পেল। আগের ম্যাচে তাদের ২-০-তে জয় ছিল ব্রাদার্সের বিপক্ষে।
আগের লিগ গুলোতে মাঝারি অবস্থানেই থাকতে হয়েছিল ফর্টিস এফসিকে। এবার তারা শিরোপার স্বপ্ন দেখছে। টানা ৫ ম্যাচে অপরাজিত তারা। কাল কিংস এরিনায় তারা ৩-০তে হারিয়েছে ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলকে। ৮ ও ৫৪ মিনিটে জোড়া গোল করেন গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর বাউবো। মাঝে ১৯ মিনিটে রিয়াজউদ্দিন সাগর স্কোর ২-০ করেছিলেন।



