সানজিদা-সাবিনাদের ছাড়াই এএফসি এশিয়ান কাপের প্রাথমিক দল ঘোষণা বাফুফের

সাবিনা–সানজিদাদের বাদ দিয়েই এএফসি এশিয়ান কাপের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে, যেখানে তরুণদেরই প্রাধান্য দেয়া হয়েছে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশের মেয়েরা।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ নারী ফুটবল দল
বাংলাদেশ নারী ফুটবল দল |সংগৃহীত

ইতিহাস গড়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পেয়েছিল বাংলাদেশ। গত জুলাইয়ে মিয়ানমারে বাছাই উতরে প্রথমবারের মতো মূল পর্বের টিকিট কাটেন ঋতুপর্ণা-তহুরারা।

আগামী মার্চে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল আসরকে সামনে রেখে অভিজ্ঞ ও তরুণদের মিশেলে প্রাথমিক দল ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বুধবার (২৮ জানুয়ারি) রাতে কোচ পিটার বাটলারের অধীনস্থ ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ঘোষিত দলে এবারো সুযোগ হয়নি সাবিনা খাতুন, কৃষ্ণা রানি, সানজিদা ইসলামদের।

স্কোয়াডের বেশিভাগই তরুণ মুখ। অভিজ্ঞদের মধ্যে রয়েছেন ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার, শিউলি আজিম ও রূপনা চাকমারা।

ক্যাম্প শুরুর পর চূড়ান্ত দল নিয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন কোচ পিটার বাটলার। যেখানে তাদের লড়াই করতে হবে শক্তিশালী দলের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে।

আগামী ৩ মার্চ এএফসি এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। সিডনি স্টেডিয়ামে চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে লড়াই শুরু হবে। একই ভেন্যুতে ৬ মার্চ দ্বিতীয় ম্যাচ হবে উত্তর কোরিয়ার বিপক্ষে।

এরপর গ্রুপ পর্বে তাদের তৃতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ৯ মার্চ মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

প্রাথমিক স্কোয়াডে যারা সুযোগ পেলেন

শামসুন্নাহার, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), মিলি আক্তার, সিনহা জাহান শিখা, তন্নিমা বিশ্বাস, রুমা আক্তার, হালিমা আক্তার, মোসাম্মত সুলতানা, উম্মে কুলসুম, নবিরান খাতুন, ফেরদৌসী আক্তার সোনালী, কোহাতি কিস্কু, আইরিন খাতুন, সুরমা জান্নাত, মোসাম্মত সাগরিকা, উমেহলা মারমা, রুপনা চাকমা, স্বর্ণা রানি মন্ডল, আফঈদা খন্দকার, শিউলি আজিম, স্বপ্না রানি, শাহেদা আখতার রিপা, ঋতু পর্ণা চাকমা, নাদিয়া আক্তার জুথি, অনিকা রহমান ও উন্নতি খাতুন।