বার্সেলোনা ছেড়ে আল-নাসরে যোগ দিলেন ইনিগো মার্টিনেজ

মার্টিনেজ ২০২৩ সালের গ্রীষ্মে অ্যাথলেটিক ক্লাব থেকে বার্সেলোনায় যোগ দিয়ে ৭১ ম্যাচ খেলেছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
ইনিগো মার্টিনেজ
ইনিগো মার্টিনেজ |ইন্টারনেট

ফ্রি অ্যাজেন্ট সুবিধায় বার্সেলোনা ছেড়ে সৌদি পেশাদার লিগের ক্লাব আল-নাসরে যোগ দিয়েছেন ইনিগো মার্টিনেজ। উভয় ক্লাবের পক্ষ থেকে ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে পারষ্পরিক সমঝোতার মাধ্যমেই এই চুক্তি চূড়ান্ত হয়েছে।

স্প্যানিশ এই সেন্টার-ব্যাকের সাথে বার্সেলোনার চুক্তি আর এক বছর বাকি ছিল। নতুন ক্লাব আল-নাসরের সাথে তিনি এক বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন, সাথে আরো এক বছর চুক্তি বাড়ানোর শর্ত রয়েছে।

৩৪ বছর বয়সী মার্টিনেজ ২০২৩ সালের গ্রীষ্মে অ্যাথলেটিক ক্লাব থেকে বার্সেলোনায় যোগ দিয়ে ৭১ ম্যাচ খেলেছিলেন।

একটি সূত্র জানিয়েছে, অমারিক লাপোর্তে আল নাসর ছেড়ে অ্যাথলেটিক ক্লাবে ফিরে যাওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছেন। এ কারণেই মার্টিনেজের ব্যাপারে আগ্রহী হয়েছিল সৌদি ক্লাবটি।

বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের অধীনে স্প্যানিশ এই ডিফেন্ডার নিয়মিত একাদশে সুযোগ পেয়েছেন। আর এ কারণেই তার ক্লাব ছাড়ার বিষয়টি সমর্থকদের কাছে বিস্ময়ের জন্ম দিয়েছে। গত মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তিনি বার্সেলোনার হয়ে ৪৬ ম্যাচ খেলেছেন। বার্সেলোনার ঘরোয়া ট্রেবল লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপারকোপা জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

গত বছর গ্রীষ্মেই মার্টিনেজকে সৌদি পেশাদার লিগের ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু ওই সময় বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো তাকে ধরে রাখতে সমর্থ হয়।