আর্জেন্টিনায় সমর্থকদের সহিংসতায় ম্যাচ পরিত্যক্ত, ১০ জন আহত, ৯০ জন আটক

উভয় ক্লাবের পক্ষ থেকে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানানো হয়েছে। খেলোয়াড়রা নিজ নিজ সমর্থকদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।

নয়া দিগন্ত অনলাইন
আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের সহিংসতা
আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের সহিংসতা |আলজাজিরা

দক্ষিণ আমেরিকান অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতা কোপা সুদামেরিকানায় কাল একটি ম্যাচে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুয়েন্স আয়ার্সে আর্জেন্টাইন ক্লাব ইন্ডিপেনডিয়েন্টে ও সফরকারী ইউনিভার্সাইড ডি চিলির মধ্যকার ম্যাচে সমর্থকদের সহিংসায় ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় স্থানীয় পুলিশ ৯০ জনকে আটকও করেছে। ক্লাব ও পুলিশ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

লিবারটেডর্স স্টেডিয়ামে আঞ্চলিক এই প্রতিযোগিতায় শেষ ১৬’র দ্বিতীয় লেগের ম্যাচে বিরতির সময় সংঘর্ষের সূচনা হয়। একসময় গ্যালারিতে থাকা সমর্থকদের মাঝ থেকে মাঠের ভেতর বিভিন্ন বস্তু ছুঁড়ে মারা হয়, যার মধ্যে একটি স্টান গ্রেনেডও ছিল। বিরতির ঠিক পরপরই প্রাথমিকভাবে ম্যাচটি বন্ধ করা হয় এবং পরবর্তীতে বাতিল করা হয়।

বিশৃঙ্খল পরিস্থিতিতে চিলির একজন সমর্থক কোণঠাসা হয়ে প্রতিপক্ষ সমর্থকদের আক্রমণ থেকে বাঁচতে স্ট্যান্ড থেকে লাফিয়ে পড়েন।

ঘটনাস্থলে থাকা বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক জানিয়েছেন, ঘরের সমর্থকরা তাড়াহুড়ো করার বাইরে বের হতে গিয়ে কিছু দর্শনার্থীকে মারধর করে এবং তাদের পোশাক খুলে ফেলে।

চিলির সমর্থকরা যখন খেলার মাঝামাঝি সময়ে প্রতিপক্ষ সমর্থকদের লক্ষ্য করে পাথর, লাঠি, বোতল এবং আসন ছুঁড়ে মারতে শুরু করে, তখনই সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা মন্ত্রণালয়ের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘স্টেডিয়ামের বাইরে থেকে ৯০ জনকে আটক করা হয়েছে। কারণ, তারা ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করেছিল এবং তাদের ইতোমধ্যেই পুলিশ স্টেশনে নেয়া হয়েছে।’

ইন্ডিপেনডিয়েন্টের একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন।

৪৮ মিনিটে ম্যাচটি যখন পরিত্যক্ত হয় তখন ফলাফল ছিল ১-১। প্রথম লেগে চিলিয়ান ক্লাবটি তাদের মাঠে ১-০ গোলে জয়ী হয়েছিল।

উভয় ক্লাবের পক্ষ থেকে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানানো হয়েছে। খেলোয়াড়রা নিজ নিজ সমর্থকদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়।