আম্বানির ছেলের সাথে অনির্ধারিত সাক্ষাৎ মেসির, পেলেন ১৫ কোটি টাকার ঘড়ি

তবে একই সময়ে অনন্ত আম্বানির হাতেও দেখা গেছে আরো এক বিস্ময়কর ঘড়ি- রিচার্ড মিল আরএম ০৫৬ স্যাফায়ার টুরবিয়ন। যা বিশ্বের সবচেয়ে দামী ও দুর্লভ ঘড়িগুলোর একটি হিসেবে পরিচিত।

নয়া দিগন্ত অনলাইন
রিলায়্যান্স ফাউন্ডেশনের বিশেষ বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’ ঘুরে ঘুরে দেখেন মেসি
রিলায়্যান্স ফাউন্ডেশনের বিশেষ বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’ ঘুরে ঘুরে দেখেন মেসি |সংগৃহীত

টাকা থাকলে কী না হয়! সেই টাকার মোহে পড়লেন লিওনেল মেসিও। যেখানে কলকাতায় সমর্থকদের জন্য ১০ মিনিট সময় মেলেনি তার, সেখানে পূর্ব নির্ধারিত না থাকলেও অনন্ত আম্বানির ডাকে ছুটে যান বনতারায়।

শনিবার তিন দিনের সফরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই, দিল্লি—১৩ থেকে ১৫ ডিসেম্বর এই চার শহর ঘুরে বার্সেলোনায় ফেরার কথা ছিল তার।

তবে শেষ মুহূর্তেই বদলে যায় সফরসূচি। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির আমন্ত্রণ রাখতে আরো একটা দিন থেকে যান ভারতে। দিল্লি থেকে ছোটেন গুজরাটের জামনগরের বনতারায়।

জানা গেছে- মেসির এবারের ভারত সফরের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক আদানি গ্রুপ হলেও, শেষ পর্যায়ে সক্রিয় ভূমিকা নেয় রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। ফলে মুকেশ আম্বানির আমন্ত্রণে বনতারায় যেতে রাজি হন মেসি।

সেখানে রিলায়্যান্স ফাউন্ডেশনের বিশেষ বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’ ঘুরে ঘুরে দেখেন মেসি। প্রায় ৩ হাজার একর বিস্তৃত এই কেন্দ্রটি তাকে ঘুরে দেখান শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি।

তবে এরচেয়েও আলোচিত এক ঘটনা ঘটে সেখানে। আমন্ত্রণ দিয়ে নিয়ে মেসিকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের একটি ঘড়ি উপহার দেয় আম্বানি পরিবার। যা বেশ আলোচনার জন্ম দিয়েছে ফুটবল পাড়ায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘড়িটি রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন-এর। যার বাজার দাম আনুমানিক ১২ লাখ ডলার। পুরো বিশ্বে এই সংস্করণের ঘড়ি আছে মাত্র ১২টি!

তবে একই সময়ে অনন্ত আম্বানির হাতেও দেখা গেছে আরো এক বিস্ময়কর ঘড়ি- রিচার্ড মিল আরএম ০৫৬ স্যাফায়ার টুরবিয়ন। যা বিশ্বের সবচেয়ে দামী ও দুর্লভ ঘড়িগুলোর একটি হিসেবে পরিচিত।

এই ঘড়িটির মূল্য প্রায় ৫০ লাখ ডলারের কাছাকাছি। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৬২ কোটি টাকা।