চুক্তি নবায়ন নিশ্চিত ছিলো, তবুও সামাজিক যোগাযোগমাধ্যম নানা গুঞ্জনে সয়লাব ছিল। সব দূর হয়ে গেছে গতরাতে। লিওনেল মেসি থাকছেন ইন্টার মায়ামিতে। আরো তিন বছর গোলাপী জার্সি গায়ে দেখা যাবে তাকে।
২০২৮ সাল পর্যন্ত ইন্টার মায়ামিতেই থাকবেন মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সাথে হয়ে গেছে আনুষ্ঠানিক চুক্তি। নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে মেসির চুক্তি সইয়ের একটি ছবি প্রকাশ করে তথ্যটি নিশ্চিত করে মায়ামি।
২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেন মেসি। তার আড়াই বছরের সেই চুক্তি শেষ হতো এই বছর। তার আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে মেসির সাথে চুক্তি নবায়নের কথা জানায় মেজর লিগ সকারের ক্লাবটি।
মায়ামিতে যোগ দেয়ার পর দলটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন মেসি। বড় ভূমিকা রাখেন তিনি লিগস কাপ জয়ে, যা ক্লাবটির প্রথম বড় ট্রফি। গত মৌসুমে সাপোর্টার্স শিল্ডও জিতে নেয় মায়ামি।
এই বছরও লিগস কাপের শিরোপার কাছাকাছি গিয়ে হেরে যায় ফাইনালে। তনে মৌসুম জুড়ে দারুণ ছন্দে ছিলেন মেসি। ২৮ ম্যাচে সর্বোচ্চ ২৯ গোল নিয়ে এমএলএসের নিয়মিত মৌসুম শেষ করেছেন তিনি।
এছাড়া ১৯টি গোলে সহায়তা করে অ্যাসিস্টের তালিকাতেও লিগে সবার ওপরে মেসি। গোল ও অ্যাসিস্টের এই যুগলবন্দিতে মৌসুমের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ উঠতে যাচ্ছে তার ঝুলিতে।
এবার ক্লাবটির সাথে নতুন করে আরো দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। যদিও তার নতুন চুক্তিতে বেতন কতটুকু বেড়েছে তা নিশ্চিত করেনি কেউ। তবে মায়ামির সাথে চুক্তি বাড়িয়ে বেশ খুশি মেসি। তিনি বলেন, ‘এখানে থাকতে পেরে সত্যিই আমি খুশি। যখন আমি এখানে শুরু করেছিলাম, আমি স্পষ্ট ভাষায় বলেছি, এই স্টেডিয়ামে খেলা এটা আমার জন্য স্বপ্নের মতো। এখনো বলবো অনুভূতিটা ঠিক আগের মতোই আছে।’



