জাতীয় দলের জার্সিতে প্রথমবার বাংলাদেশের মাঠে পা রেখেই ভালোবাসার এক উষ্ণ ঢেউ অনুভব করেছিলেন হামজা চৌধুরী। জনস্রোতের সেই উল্লাস ও আনন্দে ছিল হৃদয়ভরা ভালোবাসা। ভালোবাসার টান এতটাই গভীরে পৌঁছেছে, দেশ ও ভক্তদের প্রতি তিনি মুগ্ধ হয়েছেন।
লেস্টার সিটির হয়ে দেয়া এক সাক্ষাৎকারে হামজা চৌধুরী বলেন, ‘আমার হৃদয় জুড়ে আছে বাংলাদেশ। আলাপে উঠে আসে নিজের গ্রামের স্মৃতি, যেখানে ছোটবেলার অনেকটা সময় কেটেছে। একদম গ্রামীণ এক জায়গা, আমি নিজের গ্রামে ফিরে গিয়েছিলাম।
এই ইংলিশ মিডফিল্ডার বলেন, বাংলাদেশের মানুষের অভ্যর্থনা ও ভালোবাসা তাকে যে কতটা স্পর্শ করেছে, তা ভাষায় প্রকাশ করাই যেন কঠিন। ‘ছেলেরা সব সময় এটা নিয়ে কথা বলে। এটা এক পরাবাস্তব অভিজ্ঞতা। এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক বলে মনে হয় না।’
যুক্তরাজ্যে খেললেও সেখানকার মনোযোগ আর বাংলাদেশে পাওয়া ভালোবাসার পার্থক্যটি স্পষ্ট করে তুলে ধরে হামজা বলেন, ‘বাংলাদেশে যে ভালোবাসা পেয়েছি, তার সাথে কোনো কিছুর তুলনা হয় না। এটা অসাধারণ এক অভিজ্ঞতা।’
হামজার ভাষায়, ‘মানুষ বলতেই পারে এটা অতিরিক্ত, কিন্তু আমার কাছে এটা হৃদয়ের কাছে রাখা আলাদা অনুভূতি। সবাই শুধু ভালোবাসা দেখাতে এসেছে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না।’