বিরতির আগে সিঙ্গাপুরের বিপক্ষে ১ গোলে পিছিয়ে বাংলাদেশ

১৯৭৩ সালে তাদের হারিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর ৪২ বছর আর দেখা হয়নি দুই দলের। অবশেষে ২০১৫ সালে ফের দেখা দেখা হয় দুই দলে। যেখানে ২-১ গোলে হেরে যায় টাইগাররা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের আজকের ম্যাচে সিঙ্গাপুরের কাছে এক গোলে পিছিয়ে থেকে মধ্য বিরতিতে গেল বাংলাদেশ।

ঢাকার জাতীয় স্টেডিয়ামের এ ম্যাচের ম্যাচের তখন ৪৪ মিনিট। বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সিঙ্গাপুর। গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে পারেননি। বক্সের মধ্য থেকে হেড দিয়ে সিঙ্গাপুরের একজন বল দেন ডান দিকে। সেখান থেকে তিনি বল দেন বাঁ পাশে। শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। হামজা চৌধুরী অনেক দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। বল ঢুকে যায় গোলপোস্টে। ফলে এক গোলে এগিয়ে যায় সফরকারীরা।

এই ম্যাচে সামিত-হামজা, ফাহমিদুল একাদশে থাকলেও একাদশে নেই নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া। জায়গা হারিয়েছেন তিনি।

এই ম্যাচে আজ কঠিন পরীক্ষা দিতে হবে হামজা-সামিতদের। চারবারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন সিঙ্গাপুরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।

অবশ্য ১৯৭৩ সালে তাদের হারিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এরপর ৪২ বছর আর দেখা হয়নি দুই দলের। অবশেষে ২০১৫ সালে ফের দেখা দেখা হয় দুই দলে। যেখানে ২-১ গোলে হেরে যায় টাইগাররা।