রাত পোহালেই মাঠে নামছে বাংলাদেশ। মুখোমুখি হবে ভুটানের। তার আগে আজ দিনভর ছিল কৌতুহল, সবার মনেই প্রশ্ন- আগামীকাল ম্যাচে থাকবেন তো হামজা-ফাহমিদুল?
হামজা চৌধুরীর হাত ধরে হঠাৎ বদলে গেছে বাংলাদেশ ফুটবল। সেই বদলের সাক্ষী হতে আগমন ঘটছে আরো দুই প্রবাসী ফুটবলারের। আসছেন সামিত সোম ও ফাহমিদুল।
সামিত এখনো বাংলাদেশে না এলেও ফাহমিদুল চলে এসেছেন আগেভাগেই। দলের সাথে করেছেন অনুশীলনও। অন্যদিকে হামজা চৌধুরীও গতকাল পৌঁছেছেন দেশে।
দু'জনের সামনেই আগামীকাল প্রথমবার ঘরের মাঠে খেলার হাতছানি। সবকিছু ঠিক থাকলে বুধবার প্রীতি ম্যাচে বাংলাদেশ দল মাঠে নামবে ভুটানের বিপক্ষে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা ৭টায়।
সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে যদিও তাদের খেলা নিশ্চিত, তবে আগামীকাল ভুটানের বিপক্ষে তাদের পাওয়া নিয়ে আছে দ্বিধা। ম্যাচের আগের দিন আজ সংবাদ সম্মেলনে এসেও এই নিয়ে স্পষ্ট কিছু বলেননি প্রধান কোচ।
প্রধান কোচ হাভিয়ের কাবরেরা তাদের খেলা নিয়ে উঠা প্রশ্নের জবাবে হামজা প্রসঙ্গে কেবল বলেন, ‘সে অ্যাভেইলেবল।’ তবে ফাহমিদুলকে ম্যাচে দেখা যাবার আশ্বাস দিয়েছেন তিনি।
বলেন, ‘কিছু ম্যাচ টাইম আমি তাকে দিতে চাই। আপনারা কাল সেটা দেখতে পারবেন।’ তবে এখানেও আছে অস্পষ্টতা। কোচ আরো বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ রাতের শেষ অনুশীলন দেখে।’