ধারে সিরি-এ ক্লাব কোমোতে যোগ দিলেন মোরাতা

ক্যারিয়ারে বেশ কিছু বড় শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন মোরাতা। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, এ্যাথলেটিকো মাদ্রিদ ও চেলসির হয়ে তিনি এই শিরোপাগুলো জয় করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
স্প্যানিশ অধিনায়ক আলভারো মোরাতা
স্প্যানিশ অধিনায়ক আলভারো মোরাতা |সংগৃহীত

এসি মিলান থেকে ধারে সিরি-এ’র আরেক ক্লাব কোমোতে যোগ দিয়েছেন স্প্যানিশ অধিনায়ক আলভারো মোরাতা। উভয় ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

৩২ বছর বয়সী মোরাতা গত মৌসুমের শেষ কয়েক মাস গ্যালাতাসারেতে ধারে খেলেছেন। সান সিরোতে নিজেকে প্রমাণে ব্যর্থ হওয়ায় টার্কিশ ক্লাবে যেতে বাধ্য হন মোরাতা।

কোচ সেস ফ্র্যাব্রেগাসের অধীনে গত মৌসুমে টেবিলের ১০ম স্থানে থেকে সিরি-এ মৌসুম শেষ করেছে কোমো। ২১ বছরের মধ্যে প্রথমবার তারা গত আসরে সিরি-এ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল।

এক বিবৃতিতে মোরাতা বলেছেন, ‘গত বছর কোমোর বিপক্ষে খেলতে গিয়ে তাদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা দেখে আমি দারুণ খুশি হয়েছি। এই ক্লাবটির মধ্যে অনেক বেশি উচ্চাকাঙ্খা রয়েছে। আমি সমর্থকদের কাছে প্রতিজ্ঞা করছি প্রতিটি ট্রেনিং সেশন ও ম্যাচে নিজের ২০০ শতাংশ দেওয়ার চেষ্টা করবো। এই ক্লাবের জার্সি পরার অপেক্ষা আর সহ্য হচ্ছে না।’

ক্যারিয়ারে বেশ কিছু বড় শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন মোরাতা। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, এ্যাথলেটিকো মাদ্রিদ ও চেলসির হয়ে তিনি এই শিরোপাগুলো জয় করেছেন।

২০২৪ ইউরো জয়ী স্পেন দলেরও অধিনায়ক ছিলেন মোরাতা।

কোমো কোচ ফ্র্যাব্রেগাস বলেন, ‘আমি অনেকদিন ধরেই আলভারোকে চিনি। তিনি যখন মাঠে নামেন এবং নিজেকে প্রমাণের জন্য চেষ্টা করেন তখন তার প্রশংসা করতেই হয়। সে একজন বুদ্ধিমান স্ট্রাইকার যিনি সবসময়ই বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন।’

আগামী সপ্তাহ থেকে সিরি-এ নতুন মৌসুম শুরু হচ্ছে। ২৪ আগস্ট ল্যাজিওর বিপক্ষে ঘরের মাঠে কোমো সিরি-এ মিশন শুরু করবে।