আবারো বার্সেলোনার কাছে ধরাশায়ী রিয়াল মাদ্রিদ। আবারো এল ক্লাসিকোতে শেষ হাসি কাতালানদের। রোমাঞ্চকর লড়াই শেষে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে তারা। চ্যাম্পিয়ন বার্সেলোনা।
রোববার জেদ্দায় সুপার কাপের ফাইনালে রিয়াল ও বার্সার লড়াইটা চলল সমানে সমান। তবে নাককীয়তা ভরা এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
এই নিয়ে টানা দ্বিতীয়বার সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারাল বার্সেলোনা। আসরের সর্বোচ্চ শিরোপাজয়ীরা এবার যোগ করল আরো এক শিরোপা। সব মিলিয়ে ট্রফি সংখ্যা এখন ১৬।
সেমি-ফাইনালের মতো ফাইনালেও জোড়া গোল করে বার্সেলোনার জয়ের নায়ক রাফিনিয়া। ভিনিসিউস জুনিয়র ১৬ ম্যাচের খরা কাটিয়ে গোল পেলেও বার্সার সাথে পেরে উঠেনি তার দল।
বার্সেলোনা শুরুতে একচেটিয়া বল দখলে রাখলেও প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় রিয়াল। চতুর্দশ মিনিটে বাঁ-দিক দিয়ে আক্রমণে উঠে বক্সে ঢুকে পড়েন ভিনিসিউস। তবে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি।
যদিও থিবো কোর্তোয়া বরাবর শট করেন রাফিনিয়া। সেবার হতাশ করলেও গোলের সূচনা হয় রাফিনিয়ার পা থেকেই। ৩৬তম মিনিটে ফের্মিন লোপেসের পাস ধরে বার্সাকে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান।
তবে নাটকটা হয়েছে প্রথমার্ধের বাড়ানো সময়ে। ৫ মিনিটে দু’দল মিলে ৩টি গোল করে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিউস। গার্সিয়ার পাস ধরে ডি-বক্সে ঢুকে বার্সার দুই ডিফেন্ডারকে কাটিয়ে চমৎকার একটি গোল করেন তিনি।
তবে তার ২ মিনিট পরই পেদ্রির পাস থেকে বার্সাকে আবারো লিড এনে দেন লেভানডফস্কি। তবে এখানেই শেষ নয়, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে সমতায় ফেরান তরুণ স্ট্রাইকার গঞ্জালো গার্সিয়া।
একবিংশ শতাব্দীতে প্রথমবারের মতো ক্লাসিকোয় ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে দেখা গেল ৩ গোল। ফলে জমে উঠে শিরোপার লড়াই। ২-২ সমতায় বিরতিতে যায় দু’দল।
এরপর জয়ের নেশায় দ্বিতীয়ার্ধে চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। তবে গোল আসছিল না। সেই খরা কাটে ৭২তম মিনিটে। বক্সের ভেতর স্লিপ করে পড়ে যাওয়ার মুহূর্তে রাফিনিয়ার শট আসেন্সিওর পায়ে লেগে জালে জড়ায়।
বার্সেলোনার হয়ে সবশেষ পাঁচ ম্যাচে রাফিনিয়ার সপ্তম গোল এটি। তবে এই গোলের মূল্য একটু বেশিই। কেননা এই গোলই বার্সাকে শিরোপা জেতায়।
অন্যদিকে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পঞ্চম হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ।



