ভারতকে হারিয়েছে বাংলাদেশ, খুশি আজারবাইজান

এরপর নিজ দেশের যোদ্ধাদের বীরত্বের প্রশংসা করে দুই সাংবাদিক জানান, ভারত আর্মেনিয়াকে অস্ত্র দিয়েছে তো কী হয়েছে। যুদ্ধে তো আমরাই জিতেছি। এবার তোমরাও ফুটবল মাঠে ভারতকে পরাজিত করেছ।

রফিকুল হায়দার ফরহাদ, রিয়াদ থেকে
‘হ্যালো বাংলাদেশ। মেনি মেনি থ্যাংক ইউ।’ আমি বাংলাদেশী সাংবাদিক এটা জানা মাত্রই আমার দিকে এসে করমর্দন করেন, এরপর ধন্যবাদ দেন দুই আজারবাইজান ক্রীড়া সাংবাদিক। কেন এই ধন্যবাদ।

এই প্রশ্নের উত্তরে দুই ভীনদেশী মিডিয়াকর্মীর জবাব, তোমরা ফুটবলে ২২ বছর পর ভারতকে হারিয়েছ, এই জন্য ধন্যবাদ। আমরা আমাদের মিডিয়ায় বাংলাদেশের জয়ের এই নিউজ করেছি। আজারবাইজানের জনগণও খুশি এই জয়ে।

এরপরই মধ্য এশিয়ান এই মুসলিম দেশটির ক্রীড়া সাংবাদিকরা জানালেন- তাদের খুশির নেপথ্য কারণ। ‘দেখ আজারবাইজানের সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল। আমাদের জনগণ হিন্দি সিনেমা দেখতো। হিন্দি গান শুনতো। কিন্তু সর্বশেষ আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধে এই ভারত আমারে সাথে এতো দিনের সুসম্পর্কের কথা ভুলে আর্মেনিয়াকে অস্ত্র সরবরাহ করেছে। প্রযুক্তিগত সহায়তা করেছে। এতে করেই আজারবাইজানের জনগণ আর দেখতে পারে না ভারতকে। ভারত এখন আমাদের শত্র হয়ে গেছে।

এরপর নিজ দেশের যোদ্ধাদের বীরত্বের প্রশংসা করে দুই সাংবাদিক জানান, ভারত আর্মেনিয়াকে অস্ত্র দিয়েছে তো কী হয়েছে। যুদ্ধে তো আমরাই জিতেছি। এবার তোমরাও ফুটবল মাঠে ভারতকে পরাজিত করেছ।