১৫ বছর পর রিয়াল মাদ্রিদে আর্জেন্টিনার ফুটবলার

মাস্তানতুয়ানোর আগে সর্বশেষ আনহেল ডি মারিয়াকে ২০১০ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে উড়িয়ে আনে রিয়াল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহ দীর্ঘদিনের। অবশেষে আর্জেন্টিনার এই ‘বিস্ময় বালক’ কে গত জুনে দলে ভেড়ায় রিয়াল। আর এবার আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দিলো দলটা।

গতকাল বৃহস্পতিবার ১৮তম জন্মদিন ছিল ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। আর এই দিনেই অনুশীলন গ্রাউন্ডে তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিলো রিয়াল মাদ্রিদ।

লা লিগার ক্লাবটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে ১৮ বছর বয়স হওয়ার অপেক্ষায় ছিলেন মাস্তানতুয়োনো। গতকাল সে অপেক্ষা ঘুচে যাওয়ায় রিয়ালও দেরি করেনি। হাতে তুলে দেয়া হয় ৩০ নাম্বার জার্সি।

প্রায় ১৬ বছর পর কোনো আর্জেন্টিনার ফুটবলারকে দলে ভেড়ালো রিয়াল। মাস্তানতুয়ানোর আগে সর্বশেষ আনহেল ডি মারিয়াকে ২০১০ সালে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে উড়িয়ে আনে রিয়াল।

২০১০ থেকে ২০১৪ সাল নাগাদ রিয়ালের হয়ে মাঠে নামেন এই আর্জেন্টিনাইন। এরপর অবশ্য ফ্রান্সেসিকো ফেউলাসিয়ের ২০১৭ ও নিকোলাস পাজ ২০২৪ সালে রিয়ালের জার্সিতে খেললেও তারা এসেছিলেন রিয়ালের বয়সভিত্তিক দল থেকে।

দীর্ঘদিন পর কোনো আর্জেন্টিনাইনকে দলে ভেড়াতে বেশ মোটা অঙ্কের টাকা খসেছে রিয়ালের। তার সাথে চুক্তিটি ৬ কোটি ৩২ লাখ ইউরোর। যা আর্জেন্টিনা থেকে দলবদল করা ফুটবলারদের মাঝে সবচেয়ে দামি!

রিভার প্লেট থেকে কেনা মাস্তানতুয়োনো সাথে রিয়ালের চুক্তি হয়েছে ছয় বছরের। আর রিলিজ ক্লজ রাখা হয়েছে ১০০ কোটি ইউরো।

রিয়ালে যোগ দিয়েই অবশ্য সমর্থকদের বড় এক ধাক্কা দিয়েছেন মাস্তানতুয়োনো। ক্লাবের পরিচিতি অনুষ্ঠানে যোগ দিয়ে মেসিকে বিশ্বের সেরা ফুটবলার বলে অভিহিত করেছেন ১৮ বছর বয়সী এই মিডফিল্ডার।

মাদ্রিদে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা তারকাদের কারো নামই শোনা যায় না খুব একটা। সেখানে মেসিকে নিয়ে তার প্রশংসা বাক্য অবাক করেছে সবাইকে। বার্না ব্যূ ইতিহাসে বিরল এক ঘটনার জন্ম দিলেন মাস্তানতুয়োনো।

আর্জেন্টাইন এই তরুণ তার বক্তব্যে বলেন, ‘আমার কাছে মেসি-ই বিশ্বের সেরা ফুটবলার।’ স্মরণ করেছেন সাবেক আর্জেন্টিনাইন কিংবদন্তি ডি স্টেফানোকেও। বলেন, ‘ডি স্টেফানোর মতো অন্যদের আমি দেখিনি, আমি তাদের অনেক শ্রদ্ধা করি।’

তবে রিয়াল মাদ্রিদকে আখ্যা দিয়েছেন সেরা ক্লাব হিসেবেই। বলেন, ‘আমার কাছে রিয়াল মাদ্রিদই ইতিহাসের সেরা ক্লাব। আমি এখানে নিজের পথ তৈরি করতে চাই, যাতে রিয়াল মাদ্রিদের সমর্থকরা আমার মাঠের পারফরম্যান্সে অনেক বেশি খুশি হন।’