ভারতকে হারিয়ে আনন্দে ভাসছেন হামজা চৌধুরী। বেশ উচ্ছ্বসিত এই লেস্টার সিটি তারকা। গোটা দেশকে হাসাতে পেরে সংবাদ সম্মেলনে তো বলেই দিলেন ‘এই মুহূর্তে তিনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ।’
মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে কাটলো ২২ বছরের খরা, ২০০৩ সালের পর ভারতবধের গল্প লিখলেন বাংলাদেশী ফুটবলাররা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হামজার কাছে প্রশ্ন ছিল, আজ কি আপনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ? উত্তরে এই তারকা বলেন, ‘হ্যাঁ। এখানে আমরা আজ ১৮ কোটি মানুষকে খুশি করেছি। পৃথিবীর আর কোথাও এটা সম্ভব নয়।’
এদিকে দীর্ঘ ২২ বছর অপেক্ষার পর ভারতকে হারিয়ে পাওয়া অবিস্মরণীয় এই জয় বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে উৎসর্গ করেছেন শমিত শোম।
গত বছরের ১৮ নভেম্বর তারিখেই মৃত্যুবরণ করেন জাকারিয়া পিন্টু। তার প্রথম মৃত্যুবার্ষিকী মাথায় রেখেই ভারতের বিপক্ষে জয়টি তাকে উৎসর্গ করলেন জাতীয় দলের এই তারকা ফুটবলার।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এই জয়টাকে ভিন্নভাবে উপস্থাপন করেন শমিত। তিনি লিখেন, ‘রাতটা ছিল সত্যিই বিশেষ। আপনারাই আমাদের মূল প্রেরণা, আমাদের লড়াইয়ের কারণ। বাংলাদেশকে জেতানো। আমাদের মানুষকে গর্বিত করা।’
তিনি যোগ করেন, ‘২২ ঘণ্টার ভ্রমণ, প্রতিটি মাইল, প্রতিটি ক্লান্তির মুহূর্ত, সব কিছু ভুলে যাওয়া যায়, মাঠে পা রেখে যখন আমাদের দর্শকদের গর্জন শোনা যায়। সেই শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যায়।’
এদিকে ইতিহাস গড়া এই জয়ের পর দেশজুড়ে লেগেছে উৎসবের আমেজ। এই বিশেষ জয় এবং খেলোয়াড়দের উৎসাহ দিতে বাংলাদেশ সরকার বড় পুরস্কারের ঘোষণা দিয়েছে। দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।



