ভারত সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল- এমন খবর আগেই রটেছে। জানা গেছে- আগামী নভেম্বরে মেসি-এমিলিয়ানোরা পা রাখবেন ক্রিকেটের এই স্বর্গরাজ্যে। এখানে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে আলবিসেলেস্তেরা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ভারতে সফরে আনছে ভারতের কেরালা রাজ্য। সেজন্য তাদের খরচ করতে হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। যার ১৫ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৮১ কোটি টাকা!
আন্তর্জাতিক বিরতিতে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলতে সবচেয়ে বেশি অর্থ দাবি করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ভারতের ক্ষেত্রেও তারা একই পথে হেঁটেছে। আছে বাড়তি শর্তও। ম্যাচ মাঠে গড়ানোর কয়েক মাস আগেই পরিশোধ করতে হবে পুরো অর্থ।
কেরালা সরকারের বাণিজ্যিক অংশীদার রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি এএফএর সাথে কয়েক দফা দর–কষাকষির পর গত ডিসেম্বরে পুরো ১৩০ কোটি রুপি পরিশোধ করে। এরপরই শুরু হয় ভারত সফরের আলোচনা।
আলোচনা ফলপ্রসূ হলে এএফএ গত শনিবার জানায়, ‘আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে ভারত সফরে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।’ যেখানে থাকবেন বিশ্বকাপজয়ী সম্ভাব্য সব তারকা।
তবে এই সফর কার সাথে খেলবে আর্জেন্টিনা, তা এখনো নিশ্চিত নয়। যদিও আর্জেন্টিনার চাওয়া, ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এ আছে, এমন কোনো দলের বিপক্ষে খেলা। এমতাবস্থায় প্রতিপক্ষ নির্বাচন করতেও কেরালা সরকারকে অনেক অর্থ খরচ করতে হবে।
রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আন্তো অগাস্টিন খরচের অঙ্কটা গোপন রাখলেও দ্য হিন্দু জানিয়েছে, এক ম্যাচ আয়োজন করতেই ৪০০ কোটি রুপি (৫৫৬ কোটি টাকা) ব্যয় হবে কেরালা সরকারের।
ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আকর্ষণীয় এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে কেরালার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান নিশ্চিত করেছেন যে, লিওনেল মেসি এই ম্যাচে খেলবেন।
অফিশিয়াল ফেসবুক পেজে আব্দুরাহিমান লিখেছেন, ‘মেসি আসছেন। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলসহ লিওনেল মেসি কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসবেন, এ বিষয়ে অফিশিয়াল কনফার্মেশন মেইল এসেছে।’
মেসি প্রথমবার ভারতে এসেছিলেন ২০১১ সালের সেপ্টেম্বরে। ওই সফরে ভেনেজুয়েলার বিপক্ষে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলেছিল আলবিসেলেস্তারা। সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে।
উল্লেখ্য, ২০১১ ভারতে সফর শেষ করে বাংলাদেশেও এসেছিলেন মেসি ও তার দল। ৬ সেপ্টেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। খেলায় মেসিরা জিতেছিলেন ৩-১ গোলে। এবার অবশ্য তেমন কিছুর সম্ভাবনা নেই মোটেও।