রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ভিনি!

রিয়াল মাদ্রিদ ছাড়তে চাইছেন ভিনিসিউস জুনিয়র। কোচ জাভি আলোনসোর সাথে তিক্ত সম্পর্কের কারণে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা।

নয়া দিগন্ত অনলাইন
ভিনিসিউস জুনিয়র
ভিনিসিউস জুনিয়র |সংগৃহীত

দলের খারাপ সময়ে ড্রেসিংরুমের পরিবেশও ভালো নেই রিয়াল মাদ্রিদের। বেজেছে ভাঙনের সুর। ক্লাব ছাড়তে চাইছেন ভিনিসিউস জুনিয়র। কোচ জাভি আলোনসোর সাথে সম্পর্কের তিক্ততা গড়িয়েছে বহুদূর।

দু’জনের সম্পর্ক ভালো না থাকার গুঞ্জন ছিল আগে থেকেই। এর মাঝে ‘দ্যা অ্যাথলেটিক’ তাদের একটি প্রতিবেদনে দাবি করেছে, ভিনি নাকি এবার সাফ জানিয়ে দিয়েছেন ক্লাব ছাড়ার কথা।

গণমাধ্যমটি বলছে, ভিনিসিউস জুনিয়র রিয়াল মাদ্রিদকে জানিয়েছেন যে তিনি চুক্তি নবায়ন করতে চান না। যার কারণ হিসেবে তিনি স্পষ্টই বলেছেন, কোচ জাভি আলোনসোর সাথে তার সম্পর্ক এখন ভালো নেই।

ভিনিসিউস মনে করেন, আলোনসো তার সাথে ন্যায্য আচরণ করছেন না। বার্সেলোনার সাথে ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমাপ্রার্থনার চিঠিতে তিনি আলোনসোর নাম উল্লেখ করেননি। যা ক্লাবে বিস্ময়ের কারণ হয়েছিল।

যদিও আলোনসো ইতোমধ্যেই বলছেন, ভিনিসিয়াসের সাথে তার ব্যক্তিগত কোনো সমস্যা নেই। তবে জানান, দল নির্বাচনে রোটেশন গুরুত্বপূর্ণ। কিন্তু সম্প্রতি তিনি পরিস্থিতির নাটকীয়তায় বেশ হতাশ হয়েছেন।

আলোনসো স্বীকার না করলেও সম্পর্ক ভালো না থাকার প্রমাণ ইতোমধ্যে পাওয়া গেছে। এল ক্লাসিকোতে মাঠেই কোচের ওপর রাগ ঝাড়তে দেখা যায় ভিনিকে। ম্যাচের ৭২ মিনিটে তাকে মাঠ থেকে তোলে নেয়া হলে রাগ দেখান ভিনি।

ক্ষুব্ধ হয়ে ২৫ বছর বয়সী তারকা ফুটবলার বলেছিলেন, ‘সব সময় শুধু আমি, আমি দল ছাড়ছি, আমার চলে যাওয়া ভালো।’

তবে সমস্যার সূত্রপাত আরো আগে, গত ৯ জুলাইয়ে। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ রিয়ালের বিধ্বস্ত হওয়ার পর। জানা যায়, আলোনসো গুরুত্বপণূ সেই ম্যাচে ভিনিসিউসকে বেঞ্চে বসানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের চোটের কারণে তাকে শুরুর একাদশেই রাখেন, যদিও তার পছন্দের আক্রমণভাগের ডানপাশের বদলে ডান উইংয়ে রাখা হয়। যা ভালোভাবে নেননি এই ব্রাজিলিয়ান।

সেই যে শুরু এরপর ভিনি ১৭ ম্যাচের মধ্যে মাত্র পাঁচটিতে শুরু করেছেন ও চারবার বেঞ্চ থেকে খেলেছেন। যার প্রভাব পড়তে শুরু করেছে খেলায়। রিয়ালের শেষ ১০ ম্যাচের মাত্র একটিতে গোল পেয়েছেন তিনি।