প্রিমিয়ার লিগ

চেনা রূপেই হারলো ম্যান ইউ

ইউরোপা লিগের সেমি ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া রেড ডেভিলসরা গতকাল ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে।

ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটটেড
ম্যানচেস্টার ইউনাইটটেড

ইউরোপা লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ম্যানচেস্টার ইউনাইটটেড প্রিমিয়ার লিগে এসে পথ হারানো একরকম নিয়ম হয়েই দাঁড়িয়েছে।

ইউরোপা লিগের সেমি ফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে উড়িয়ে দেয়া রেড ডেভিলসরা গতকাল ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৪-৩ গোলে হেরেছে।

প্রতিপক্ষের মাঠে দলের প্রথম সারির অধিকাংশ ফুটবলারদের ছাড়া মাঠে নেমে রীতিমতো নাকানিচুবানি খায় রুবেন আমোরিমের দল। এই হারে অবশ্য পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি ম্যান ইউর। ৩৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরেই আছে তারা।

প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে নিউক্যাসল। সমান ব্যবধানে নিষ্পত্তি হয়েছে ওয়েস্ট হ্যাম-টটেনহ্যামের ম্যাচটিও।

এদিকে বোর্নমাউথের বিপক্ষে গত পরশু ঘরের মাঠে ২-১ গোলে হারের তেতো স্বাদ পেয়েছে আর্সেনাল। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে সেমিফাইলের দ্বিতীয় লেগে মাঠে নামার আগেই হোঁচট খেল গানাররা।

সিরি’আ’তে হেলাস ভেরোনার বিপক্ষে ১-০ গোলের জয়ে নাপোলির সাথে ব্যবধান কমাল ইন্টার মিলান। ইতালির লিগটিতে ৩৫ ম্যাচ শেষে শীর্ষে থাকা নাপোলির পয়েন্ট এখন ৭৭। পয়েন্ট টেবিলে টিকে থাকার প্রতিযোগিতায় তিন পয়েন্ট কম নিয়ে দু’য়ে অবস্থান করছে ইন্টার মিলান।