সবশেষ ৯০৯ দিন আগে ক্যাম্প ন্যুতে খেলেছিল বার্সেলোনা। এরপর থেকেই বাড়ছিল প্রিয় আঙ্গিনায় খেলার অপেক্ষা। অবশেষে শনিবার রাতে ফের খেলা গড়ায় এই মাঠে, যেখানে বার্সা দেখা দিয়েছে চিরচেনা রূপে।
চিরচেনা সেই মাঠে ফিরে গোল উৎসবেই যেন মেতে উঠল বার্সা। ঘরে ফেরার আনন্দ কাতালান ক্লাবটি উদযাপন করল অ্যাথলেটিক বিলাবাওয়ের বিপক্ষে বড় জয়ে। ৪-০ গোলে জিতেছে তারা।
বড় জয়ের ম্যাচে জোড়ো গোল করেছেন ফেরান তরেস। একবার করে জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানডফস্কি ও ফারমিন লোপেজ। এই জয়ে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে তারা।
লা লিগার এই ম্যাচে প্রথম ২ মিনিটে দু’বার বিলবাওয়ের রক্ষণে হানা দেয় বার্সেলোনা, যদিও প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো পরীক্ষা তারা নিতে পারেনি। তবে ৪ মিনিটে ঠিকই এগিয়ে যায় বার্সা। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে লক্ষ্যভেদ করেন লেভানডফস্কি।
প্রথামার্ধের যোগ করা সময়ের ৩ মিনিটে লামিন ইয়ামালের জাদুকরী পাস থেকে ব্যবধান ২-০ করেন ফেরান তরেস।
দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান আরো বাড়িয়ে জয়ের পথে এগিয়ে যায় বার্সেলোনা। এরিক গার্সিয়ার পাস বক্সে প্রতিপক্ষের পা ছুঁয়ে পেয়ে জোরাল শটে জালে পাঠান লোপেস। স্কোর তখন ৩-০।
সেই লোপেসকে পেছন থেকে ফাউল করেই ৫৪তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বিলবাওয়ের মিডফিল্ডার সানসেত। ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি বার্সা।
দীর্ঘ অপেক্ষার পর নির্ধারিত সময়ের শেষ মিনিটে, মাঝমাঠ থেকে ইয়ামালের আরেকটি দারুণ পাস ধরে বক্সে ঢুকে ব্যক্তিগত দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন তরেস।



