বোয়েটাংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ হার বাঁচিয়েছে ঈসা ফয়সালের গোলে। ৩২ মিনিটে হোসাইন মোহাম্মদ আরিয়ানের গোলে এগিয়ে যায় ইয়ংম্যান্স। এরপর ৯৪ মিনিটে ঈসা ফয়সাল গোল করলে ড্র করতে সক্ষম হয় পুলিশ।

ক্রীড়া প্রতিবেদক
বোয়েটাংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়
বোয়েটাংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয় |নয়া দিগন্ত

ফেডারেশন কাপের পর বাংলাদেশ ফুটবল লিগের প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন স্যামুয়েল বোয়েটাং। ঘানার এই স্ট্রাইকারের তিন গোলের ওপর ভর করেই লিগে জয়ে ফিরেছে মোহামেডান। তারা ৪-০ তে উড়িয়ে দিয়েছে পিডব্লিউডিকে।

শনিবার অন্য ম্যাচে আরামবাগকে ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ১-১ গোলে পয়েন্ট ভাগাভাগি করেছে বাংলাদেশ পুলিশ ও ইয়ংম্যান্স ক্লাব ফকিরের পুল।

অন্যদিকে লিগে মোহামেডানকে হারানোর পর এবার ঢাকা আবাহনীকে গোলশূন্যতে রুখে দিয়েছে ফর্টিস এফসি। জয়ের ফলে ৭ পয়েন্ট ভান্ডারে জমা করে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে সাদা কালো শিবির।

১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রহমতগঞ্জ। ৮ পয়েন্ট ফর্টিসের। তারা আছে তিন নম্বরে। আর ঢাকা আবাহনী এখনো ধুঁকছে। তারা ৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে ৬ নম্বরে।

মোহামেডান হয়ে গেছে বোয়েটাং নির্ভর। গত সিজনে রহমতগঞ্জে থাকা এই স্ট্রাইকার একাই টানছেন দর্শকপ্রিয় দলটিকে। চার গোল দিয়ে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে তিনি। শনিবার কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিরতির পরই জ্বলে ওঠেন তিনি। ৬৭, ৭৭ ও ৮২ মিনিটে তিন গোল আদায় তার।

এর আগে অবশ্য ৩২ মিনিটে উজবেকিস্তানের মোজাফফরভের পেনাল্টি গোল থেকে লিড নেয় আলফাজ আহমেদের দল। ম্যাচে লালকার্ড পান পিডব্লিউডির কোচ আনোয়ার হোসেন। এই পিডব্লিউডি প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসকে ২-২ গোলে এবং পরে ব্রাদার্স ইউনিয়নকে গোলশূন্যতে রুখে দিয়েছিল। শনিবার তাদের এই বড় হারটা বেমানান। অবশ্য তারা রহমতগঞ্জের কাছে ১-২ গোলে হেরেছিল।

কিংস এরিনা ফর্টিসেরও হোম গ্রাউন্ড। এই ম্যাচে ফর্টিস যেমন খেলাতে পারেনি স্ট্রাইকার পা ওমরকে। তেমনি আবাহনীর হয়ে মাঠে নামা হয়নি তরুণ সেনসেশন শেখ মোরসালিনের। এতে দুই দলই দুর্বল হয়ে যায়। ম্যাচে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা এবং ফর্টিসের সুজান পেরেরার পারফরম্যান্স ছিল দুর্দান্ত।

বিশেষ করে উল্লেখ করতে হবে আকাশী-নীল শিবিরের শেষ প্রহরী মিতুল মারমার অবদান। তার কৃতিত্বেই এক পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। জাতীয় দলের এই কিপার ৩১ ও ৮১ মিনিটে ফর্টিসের ওকাফরের দুটি চেষ্টা রুখে দেন। ৯ মিনিটে সাজিদের গোল চেষ্টাতেও বাধা ছিলেন রাঙ্গামাটির এই ছেলে।

৮৮ মিনিটে জয়সূচক গোল পেতে পারতো আবাহনীও। তবে মালির সোলেমান দিয়াবাতের শট প্রতিহত করে ফর্টিসের এক পয়েন্ট নিশ্চিত করেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজান পেরেরা।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জের কাছে পাত্তাই পায়নি আরামবাগ। তাদের ৩-০ গোলের জয়ে প্রথম গোলটি এসেছে ৩৭ মিনিটে পেনাল্টি থেকে। গোলদাতা সলোমন কিং। ৪২ মিনিটে লিম্বু ব্যবধান বাড়ান। ৬৭ মিনিটে স্কোর ৩-০ করেন জেমেহ।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে পুলিশ হার বাঁচিয়েছে ঈসা ফয়সালের গোলে। ৩২ মিনিটে হোসাইন মোহাম্মদ আরিয়ানের গোলে এগিয়ে যায় ইয়ংম্যান্স। এরপর ৯৪ মিনিটে ঈসা ফয়সাল গোল করলে ড্র করতে সক্ষম হয় পুলিশ।