শঙ্কা উড়ে গেছে আগেই। মায়ামির হয়ে শেষ ম্যাচে মাঠে নামার সাথে সাথেই স্বস্তি ফিরে আর্জেন্টিনা শিবিরে। নিশ্চিত হয় ভেনিজুয়েলার বিপক্ষে জার্সিতে থাকছেন লিওনেল মেসি। এরপর প্রাথমিক দল ঘোষণাতেও থাকল তার নাম।
লিগস কাপে নেকসার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন মেসি। ১২ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় তাকে। তখন থেকেই ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন, কত দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে? দেখা দেয় নানা শঙ্কা।
শঙ্কাটা জাতীয় দলের জার্সিতে মেসিকে ঘরের মাঠে আর দেখতে না পারার! কেননা সেপ্টেম্বরে ভেনিজুয়েলার মুখোমুখি আর্জেন্টিনা, যা চলতি বছর আর্জেন্টিনার মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ।
এরপর বিশ্বকাপের আগে ঘরের মাঠে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই মেসিদের। এদিকে গুঞ্জন আছে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে পারেন মেসি। ফলে ঘরের মাঠে শেষ ম্যাচে মেসির খেলা নিয়ে দেখা দেয় প্রশ্ন।
তবে এখন আর শঙ্কা নেই। চোট কাটিয়ে মায়ামির হয়ে ইতোমধ্যেই মাঠে নেমে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক। আর তাকে নিয়ে ভেনিজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দল দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিকে ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে প্রথমবারের মতো আর্জেন্টিনা জাতীয় দলে ডাক পেয়েছেন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেস। লম্বা সময় দলে ফিরেছেন অ্যাটাকিং মিডফিল্ডার ভালেন্তিন কার্বোনি।
তাদের নিয়েই সোমবার (১৮ আগস্ট) বিশ্বকাপ বাছাইপর্বে ভেনিজুয়েলা ও ইকুয়েডর ম্যাচের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে ডাক পাননি দিবালা।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামী ৪ সেপ্টেম্বর ঘরের মাঠে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। এরপর ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের মাঠে খেলবে লিওনেল স্কালোনির দল।
এরই মাঝে ২০২৬ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা।
আর্জেন্টিনা স্কোয়াড :
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার : লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড : লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।