গোল ও অ্যাসিস্টে সান্তোসকে বাঁচালেন নেইমার

নেইমার চোটের পরও গোল ও অ্যাসিস্ট করে সান্তোসকে স্পোর্টের বিরুদ্ধে ৩-০ গোলে জয় এনে অবনমন শঙ্কা থেকে আপাতত বাঁচালেন। দলকে টেবিলের নিচের রূপান্তর এড়িয়ে যেতে এখনো বাকি দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট প্রয়োজন।

নয়া দিগন্ত অনলাইন
নেইমার
নেইমার |সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোসের। এবারের লিগে দলটা আছে অবনমনের শঙ্কায়। অবনমন নিশ্চিত হয়ে যেত আজই, তবে বাঁচিয়ে দিয়েছেন নেইমার।

ব্রাজিলের সিরি আ’র ম্যাচে শনিবার বাংলাদেশ সময় সকালে স্পোর্টকে ৩-০ গোলে হারিয়েছে নেইমারের সান্তোস। ম্যাচে ১টি করে গোল ও অ্যাসিস্ট করেন নেইমার।

চোটের কারণে এই ম্যাচে অনিশ্চিত ছিলেন নেইমার, চিকিৎসকদের পরামর্শ ছিল বিশ্রামের। কিন্তু দলের প্রয়োজন ছিল পূর্ণ ৩ পয়েন্ট। তাই নিজের চোটের পরোয়া না করে মাঠে নেমে যান নেইমার।

শুরুতে গোল আর শেষে অ্যাসিস্ট করে দলকে এনে দিলেন মহামূল্যবান জয়। অন্য গোলটি আত্মঘাতী। টানা ৪ হারের পর এই জয়ে অবনমন শঙ্কা এড়িয়ে আপাতত কিছু সময়ের জন্য নিরাপদে আছে সান্তোস।

ম্যাচের ২৫ মিনিটে গুইলেরমে অগাস্তোর পাস ধরে স্পোর্ট গোলরক্ষককে পরাস্ত করেন নেইমার। মিনিট দশেক পর আত্মঘাতী গোল পেলে লিড বাড়ে তাদের। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সান্তোস।

এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটের সময় নেইমারের কর্নার থেকে লাফিয়ে উঠে করা হেডে স্কোর ৩-০ করেন হোয়াও শিমিট। এরপর আর গোল না হলে ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে সান্তোস।

৩৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে ১৫ নম্বরে। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সবার নিচে এরই মাঝে অবনমন নিশ্চিত হওয়া স্পোর্ট। শঙ্কা অবশ্য পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি সান্তোস।

বাকি দুই ম্যাচেও পূর্ণ ৬ পয়েন্ট পেতে হবে তাদের। পাশাপাশি আশায় থাকতে হবে, টেবিলের নিচের দলগুলো যেন পূর্ণ পয়েন্ট না পায়। নয়তো পূর্ণ ৬ পয়েন্ট পেলেও অবনমিত হয়ে যেতে পারে সান্তোস।