লা লিগার পর এবার চ্যাম্পিয়নস লিগেও হোচট খেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এগিয়ে থেকেও হেরেছে ম্যানসিটির কাছে। কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতি হাড়ে হাড়ে টের পেয়েছে তারা। বুঝাই যাচ্ছে দুঃসময়টা দীর্ঘ হচ্ছে।
চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে এটা তাদের টানা দ্বিতীয় হার। যেখানে স্পষ্ট ফিনিশিংয়ে দুর্বলতা, পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে ছিল রিয়ালের!
লিগে সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই পয়েন্ট খোয়ানোর পর গতরাতে রিয়াল নেমেছিল চেনা প্রতিযোগিতা ‘চ্যাম্পিয়নস লিগে’ চেনা রূপে ফিরতে। তবে আগের ম্যাচে হাঁটুতে চোট পাওয়ায় দলে ছিলেন না এমবাপ্পে।
এমবাপ্পের অভাব শুরুতে বুঝতে দেয়নি রিয়াল। প্রথম গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। শুরু থেকে সিটি আক্রমণে এগিয়ে থাকলেও প্রতি-আক্রমণে চাপ তৈরি করেন ভিনিসিয়ুস-রদ্রিগো-জুড বেলিংহামরা।
তেমনই এক প্রতি-আক্রমণে ২৮ মিনিটে এগিয়ে যায় রিয়াল। জুড বেলিংহ্যামের কাছ থেকে বল পেয়ে জাল খুঁজে নেন রদ্রিগো। যা নাগালে নিতে পারেননি সিটি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
এই গোলে ৯ মাসের খরা কাটলেন রদ্রিগো। ৩২ ম্যাচ পর রিয়ালের হয়ে গোল করলেন তিনি। এর আগে গত মার্চে সবশেষ ক্লাবের হয়ে জালের দেখা পেয়েছিলেন তিনি। যদিও তার এই স্বস্তি দলের জন্য স্থায়ী হয়নি।
থিবো কোর্তোয়ার ভুলে ৩৫তম মিনিটেই ফেরে সমতা। হায়ান শের্কির কর্নারে ইয়োশকো ভার্দিওলের হেড গ্লাভসে রাখতে পারেননি তিনি, ফিরতি বলে নিকো ও’রাইলি অনায়াসে খুঁজে নেন ঠিকানা। যা চ্যাম্পিয়ন লিগে তার প্রথম গোল।
আর ৪৩তম মিনিটেই আর্লিং হলান্ডের সফল স্পট কিকে এগিয়ে যায় সিটি। দায়টা অবশ্য এবার অ্যান্টনিও রুডিগারের। তিনি হলান্ডকে বক্সের মাঝে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। যা কাজে লাগাতে ভুল করেনি সিটি।
২-১ গোলের ব্যবধান বাড়ানোর ঢের সুযোগ এসেছিল এরপর সিটির সামনে। প্রথমার্ধের শেষ দিকেই পেয়ে যেতে পারত আরো এক গোল। তবে বেঁচে যায় কোর্তোয়ার দারুণ নৈপুণ্যে।
১০ গজ দূর থেকে নেয়া হলান্ডের শট রুখে দেন কোর্তোয়া, ফিরতি শটে জাল কাঁপানোর চেষ্টা করেন চেরকি। সেটিও আটকে দেন তিনি। এমন প্রচেষ্টা অব্যাহত ছিল তার বিরতির পরেও। তাই আর গোল পায়নি সিটি।
তবে গোল আদায় করতে পারেনি রিয়াল মাদ্রিদও। ফলে ২-১ ব্যবধানেই জয় নিশ্চিত করে সিটিজেনরা। এই জয়ের পর ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটি এখন ৪ নম্বরে। সমান ম্যাচে ১২ পয়েন্টে নিয়ে রিয়ালের অবস্থান সাতে।



