ফুটবল দুনিয়ার সামনে বেজে উঠছে বিশ্বকাপের বাঁশি। ইতোমধ্যে অনেকগুলো দল ঘোষণা করা হয়েছে। প্রস্ততিও সারছেন দলগুলো। সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দল ঘোষণা করা হলেও জায়গা হয়নি দলের অন্যতম তারকা খেলোয়াড় নেইমার জুনিয়রের।
ইনজুরির জন্য নয়, বরং কোচ কার্লো আনচেলত্তির টেকনিক্যাল সিদ্ধান্তেই তিনি বাদ পড়েছেন বলে জানিয়েছেন এ তারকা ফরোয়ার্ড। তবে এ সিদ্ধান্তে কোনো আক্ষেপ নেই তার, তিনি জানালেন, কোচের সিদ্ধান্তকে তিনি সম্মান করেন।
বাছাইপর্বের শেষ দু’টি ম্যাচের জন্য গত ২৫ আগস্ট ২৫ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। সেই তালিকায় নেইমারের নাম না থাকায় প্রথমে তার পুরনো চোটকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে গত ১ সেপ্টেম্বর ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে পুরো ৯০ মিনিট খেলেন এ ফরোয়ার্ড। এরপরই জানান, তাকে বাদ দেয়ার আসল কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল।
এ প্রসঙ্গে নেইমার বলেন, ‘আমাকে বাদ দেয়ার কারণ ছিল সম্পূর্ণ টেকনিক্যাল। শারীরিক অবস্থার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা কোচের সিদ্ধান্ত, আর আমি তা সম্মান করি। আমি এখন দলে নেই, বাইরে বসেই দলকে সমর্থন করবো।’
আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে খেলতে নামবে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে বর্তমানে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আনচেলত্তির ব্রাজিল।