লা লিগা

রিয়ালের টানা তৃতীয়, শিকার মায়োর্কা

সান্তিয়াগো বার্নাব্যূতে শনিবার রাতে মায়োর্কার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। যেখানে মায়োর্কাকে হারিয়ে লা লিগায় শতভাগ জয়ের ধারা ধরে রাখল জাভি আলোনসোর দল। লস ব্লাঙ্কোজদের জয় ২-১ গোলে।

নয়া দিগন্ত অনলাইন
গোলের পর উদযাপনে ভিনিসিয়ুস
গোলের পর উদযাপনে ভিনিসিয়ুস |ইন্টারনেট

অফসাইডের ফাঁদে বারবার আটকা পড়লো রিয়াল মাদ্রিদ, ব্যর্থ হলো একের পর এক চেষ্টা। যদিও জয় পেল লস ব্লাঙ্কোজরা, তবে আসেনি সেই তৃপ্তি। মেটেনি গোলের ক্ষুধা।

সান্তিয়াগো বার্নাব্যূতে শনিবার রাতে মায়োর্কার মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। যেখানে মায়োর্কাকে হারিয়ে লা লিগায় শতভাগ জয়ের ধারা ধরে রাখল জাভি আলোনসোর দল। লস ব্লাঙ্কোজদের জয় ২-১ গোলে।

ঘরের মাঠে আক্রমণাত্মক শুরু করে রিয়াল মাদ্রিদ। ষষ্ঠ মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের পাস ধরে বল জালেও পাঠান কিলিয়ান এমবাপ্পে। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের সঙ্কেত দেন রেফারি।

সেই হতাশা কাটিয়ে উঠার আগে খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে রিয়াল। কর্নার থেকে আসা বল লাফিয়ে হেডের চেষ্টা করেন মায়োর্কার স্ট্রাইকার মুরিকি। কিন্তু বল তার পিঠে পড়ে জালে জড়ায়।

খেলার ৩৭ মিনিটে ফেরে সমতা। ছোট করে নেয়া কর্নারের পর আলভারো কারেরাস ক্রস করেন বক্সে। ডিন হাউসেনের হেড থেকে বল উড়ে যায় বক্সে, যা হেডেই জালে পাঠিয়ে সমতা ফেরান গিলের।

এগিয়ে যেতে সময় লাগেনি রিয়লের। গোলটি করেন একাদশে ফেরা ভিনিসিয়ুস। ফেদেরিকো ভালভের্দের পাস ধরে এগিয়ে গিয়ে বাঁ দিকে সরে গিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন এই ব্রাজিলিয়ান তারকা।

২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। তবে স্কোর হতে পারতো ৩-১, যদি না এমবাপ্পে আবারো অফসাইডের ফাঁদে পড়তেন। প্রথমার্ধ শেষ হওয়ার একটু আগে দ্বিতীয়বারের মতো গোল বাতিল হয় তার।

বিরতির পরও হতাশার গল্প। ৫৫তম মিনিটে জালে বল পাঠিয়ে গোল পাননি গিলের। তবে লম্বা সময় ভিএআরে পর্যালোচনার পর হ্যান্ডবলের সঙ্কেত দেন রেফারি। গোল পাওয়া হয়নি রিয়ালের।

এরপর দু’দল বেশকিছু আক্রমণ চালালেও কেউ কারো রক্ষণ ভাঙতে পারেননি। ফলে ২-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে আলোনসো বাহিনী।

প্রথম তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে রিয়াল। সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে থাকলো মায়োর্কা।