উড়ছেন মেসি, উড়ছে মায়ামি। আবারো দেখা মিলল একই ছবি। জোড়া গোল করেছেন তিনি, করালেন আরো একটি। তার এমন নৈপুণ্যে জয়ের ধারা ধরে রেখেছে ইন্টার মায়ামি।
মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত করেছে দলটা।
রোববার ভোরে পাওয়া জয়ে ইস্টার্ন জোন থেকে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে উঠে এলো ইন্টার মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের সাথে তাদের পয়েন্টের ব্যবধান থাকল ৮।
ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে শুরু থেকেই দাপট দেখায় মায়ামি। ৩৫ মিনিটে লিওনেল মেসির নিখুঁত থ্রু-পাস থেকে গোল করেন টাদেও আলেন্দে। তবে ৫২ মিনিটে ক্রিশ্চিয়ান বেন্টেকে ডিসি ইউনাইটেডকে হেডে সমতা ফেরান।
এগিয়ে যেতে মায়ামির সময় লাগে ১৪ মিনিট। ৬৬ মিনিটে জর্দি আলবার পাস থেকে বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন মেসি। ছয় মিনিট পর মায়ামি ৩-১ গোলে এগিয়ে যেতে পারত। ৭২ মিনিটে পেনাল্টি মিস করেন মাতেও সিলভেত্তি।
৭৮ মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল ডিসি ইউনাইটেডের কাছে। কিন্তু ভিএআর মাধ্যমে পর্যালোচনা করে ডিসি যে পেনাল্টি পেয়েছিল, সেটা বাতিল করা হয়। মেসি এরপর ৮৫ মিনিটে করেন নিজের দ্বিতীয় গোল।
আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করেছেন সার্জিও বুসকেতসের অ্যাসিস্টে। ৯০ মিনিটের পর অতিরিক্ত সাত মিনিটে ডিসির জেকব মারেল গোল করলেও সেটা শুধু হারের ব্যবধান কমাতে পেরেছে।
এ মৌসুমে এখন পর্যন্ত ২২ ম্যাচে মেসির গোল ২২টি। সপ্তমবারের মতো এই মৌসুমে জোড়া গোল করলেন মেসি।