হংকংয়ের বিপক্ষে ঐতিহাসিক ড্র করেও এশিয়ান কাপের লড়াইয়ে টিকে থাকতে পারেনি বাংলাদেশ, তবে এর পুরস্কার ঠিকই পেয়েছেন জামাল ভূঁইয়ারা। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগারদের।
ফিফার হালনাগাদ করা নতুন র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে হামজা চৌধুরীরা। এক ধাপ এগিয়েছে আর্জেন্টিনাও।
র্যাঙ্কিং হালনাগাদের আগে এশিয়ান কাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলে বাংলাদেশ। যার একটিতে ৪-৩ গোলে হারে, তবে অন্যটিতে ১-১ ড্র করে হাভিয়ার কাবরেরার দল। যা ভূমিকা রেখেছে র্যাঙ্কিংয়ে উন্নতিতে।
তবে মূলত ব্রুনেই দারুসসালাম ১৯ পয়েন্ট হারিয়ে ২ ধাপ নিচে (১৮৫ নম্বরে) নেমে যাওয়াতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ। যদিও র্যাঙ্কিংয়ে উন্নতি হলেও পয়েন্ট কমেছে বাংলাদেশের।
লাল-সবুজ দলের আগে পয়েন্ট ছিল ৮৯৯.২৪, বর্তমানে তা ৮৯৪.৪। অর্থাৎ, বাংলাদেশের পয়েন্ট কমেছে ৫.১৮।
এদিকে আর্জেন্টিনা ৩ নম্বর থেকে উঠে এসেছে ২ নম্বরে। আর দুই থেকে তিনে নেমে গেছে ফ্রান্স। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। আর র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে আছে ইংল্যান্ড (চতুর্থ) ও পর্তুগাল (পঞ্চম)।
অন্যদিকে এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে নেদারল্যান্ডস। আর বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের অবশ্য অবনমন হয়েছে এক ধাপ, সেলেসাওরা বর্তমানে আছে সপ্তম স্থানে।