চেলসির বিপক্ষে সর্বশেষ ৯ ম্যাচে বার্সেলোনার জয় ছিল মাত্র একবার! এবার ব্যবধানটা আরো বেড়ে গেল। স্ট্যামফোর্ড ব্রিজে আবারো ধরাশায়ী কাতালানরা, পুরো ম্যাচেই তারা হয়েছিলো কোণঠাসা।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মঙ্গলবার রাতে বার্সাকে ৩-০ গোলে হারিয়েছে চেলসি। গোল সংখ্যা ৬-০ হতে পারত, কিন্তু আরো তিনবার জালে বল পাঠিয়েও স্বাগতিকরা গোল পায়নি অফসাইড বা হ্যান্ডবলের কারণে।
আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার শুরু, এরপর ১০ জনের দলে পরিণত হওয়া। প্রথমার্ধেই কোণঠাসা হয়ে পড়া বার্সেলোনা বিরতির পরও আর পারেনি ঘুরে দাঁড়াতে। ঘরের মাঠে কাতালানদের বেশ চাপে রাখে দ্য ব্লুজরা।
ম্যাচে জুল কুন্দের আত্মঘাতী গোলের পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান এস্তেভাও উইলিয়ান। তৃতীয় গোলটি করেন লিয়াম ডেলাপ।
চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত চেলসি। কাছ থেকে বার্সেলোনার জালে বল পাঠান এনজো ফার্নান্দেজ। তবে তার আগে চেলসির ডিফেন্ডার ওয়েসলি ফোফানার হাতে বল লাগায় হ্যান্ডবল ধরেন রেফারি।
ষষ্ঠ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ফেররান তরেস। লামিনে ইয়ামালের পাস বক্সে পান তিনি, সামনে শুধু গোলরক্ষক থাকলেও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হয়।
২২তম মিনিটে আবার বার্সেলোনার জালে বল পাঠান ফার্নান্দেজ, তবে গোল মেলেনি এবারো। এবার আটকা পড়েন অফসাইডের ফাঁদে। তবে ২৭ মিনিটে চেলসির উৎসব এনে দেন কুকুরেয়া, আসে আত্মঘাতী গোল।
কর্নার থেকে আসা বল বক্সে পেয়ে তিনি পাস বাড়ান কয়েক গজ দূরে থাকা নেটোর কাছে। নেটো বলটিকে গোলমুখে ঠেলে দিলে তা আটকে দেন ফেররান তরেস। তবে ফিরতি বল কুন্দের পায়ে লেগে জালে জড়ায়।
স্ট্যামফোর্ড ব্রিজে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি। তবে এর আগে ৪৪তম মিনিটে ফের বড় ধাক্কা খায় বার্সা। কুকুরেয়াকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অধিনায়ক রোনাল্দ আরাউহো।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই ১০ জনের বার্সেলোনার জালে বল পাঠায় চেলসি। তবে আরেকবার অফসাইডের কারণে আটকা পড়ে উৎসব। সেই হতাশা ভুলে পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়।
৫৪ মিনিটে জেমসের পাস ধরে দুর্দান্ত ড্রিবলিংয়ে কয়েকজনকে কাটিয়ে দারুণ এক গোল করেন এস্তেভাও। চ্যাম্পিয়নস লিগে যা ছিল তার টানা তৃতীয় গোল।
৭৪ মিনিটে লিয়াম ডেলাপের শটে চেলসির তৃতীয় গোল। এনজোর পাস থেকে ডান পায়ের জোরাল শটে জালে বল জড়ান তিনি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ৩-০ গোলের জয় পায় চেলসি।
এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে আছে এখন চেলসি। চার ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে প্রথম তিনটি স্থানে আছে বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ইন্টার মিলানের।
অন্যদিকে এ হারে পয়েন্ট টেবিলে ভিত নড়বড়ে হলো বার্সেলোনার। পাঁচ ম্যাচে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া বার্সেলোনা ৭ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে নেমে গেছে।



