সার্বিয়া ও আলবেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন ট্রেভো চালোবাহ ও জেমস ট্র্যাফোর্ড।
নিউক্যাসলের দুই খেলোয়াড় এন্থনি গর্ডন ও নিক পোপের নাম প্রত্যাহার করে নেয়ায় চেলসি ডিফেন্ডার চালোবাহ ও ম্যানচেস্টার সিটি গোলরক্ষক ট্র্যাফোর্ডকে দলভুক্ত করা হয়েছে।
ক্রিস্টাল প্যালেস ডিফেন্ডার মার্ক গুয়েহি ইনজুরি সত্ত্বেও জাতীয় দলে রিপোর্ট করেছেন। ইংল্যান্ডের মেডিক্যাল স্টাফরা তাকে আগামী কয়েকদিন পর্যবেক্ষণ করবেন।
গত সপ্তাহে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সামান্য পায়ের ইনজুরিতে পড়েন গর্ডন। অন্যদিকে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে পোপ ইনজুরিতে পড়েছেন। এ কারণেই তাৎক্ষণিকভাবে থমাস টাচেল দলে ট্র্যাফোর্ড ও চালোবাকে অন্তর্ভুক্ত করেছেন।
সেপ্টেম্বর ও অক্টোবরের দুটি আন্তর্জাতিক উইন্ডোতে বাদ পড়ার পর আবারো দলে ফিরেছেন চালোবা।
সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচে গ্রীষ্মে জাতীয় দলে তার অভিষেক হয়েছিল।
ইউরোপীয়ান বাছাইপর্ব থেকে একমাত্র দল হিসেবে আগামী বছরের বিশ্বকাপে শুধুমাত্র ইংল্যান্ডই খেলার যোগ্যতা অর্জন করেছে। এখন শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব পার করার লক্ষ্যস্থির করেছে টাচেল বাহিনী।
বৃহস্পতিবার ওয়েম্বলিতে সার্বিয়া ও রোববার টিয়ার্নাতে আলবেনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
গত শুক্রবার টাচেল ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন। এই দলে ফিরেছেন জুড বেলিংহাম ও ফিল ফোডেন।
বোর্নমাউথ মিডফিল্ডার অ্যালেক্স স্কট প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন।



