তৃতীয় স্তরের দল তালাভেরার সাথে হেসেখেলেই জয় পাওয়ার কথা রিয়াল মাদ্রিদের। তবে শক্তিশালী একাদশ নিয়েও তাদের সাথে নাকানিচুবানি খেয়েছে লস ব্লাঙ্কোজরা। যদিও শেষ পর্যন্ত পেয়েছে কাঙ্ক্ষিত জয়।
বুধবার তালাভেরার ঘরের মাঠে এস্তাদিও এল প্রাডো স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। যেখানে দারুণ লড়াই হলেও ৩-২ গোলের জয় পেয়েছে জাভি আলোনসোর দল।
এই জয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। তাতে বাজে একটা সপ্তাহ কাটানোর পর ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে দলটি।
এদিকে এই জয়ে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাতে এক মৌসুমে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করা থেকে মাত্র এক গোল দূরে আছেন তিনি।
২০১৩ সালে রোনালদো ৫৯ গোল করেছিলেন রিয়ালের হয়ে, যা এখন পর্যন্ত লস ব্লাঙ্কোজদের জার্সিতে কারো এক মৌসুমে সর্বোচ্চ গোল। বিপরীতে এমবাপ্পের গোল সংখ্যা এখন ৫৮টি।
২০২৫ সালে এমবাপ্পের হাতে আরো একটি ম্যাচ বাকি। শনিবার রাতে সেভিয়ার বিপক্ষে সেই ম্যাচে এক গোল করলেই ছুঁয়ে ফেলবেন রোনালদোকে। আর জোড়া গোল পেলে এককভাবে উঠে যাবেন শীর্ষে।
এমবাপ্পেময় এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখাতে থাকে রিয়াল মাদ্রিদ। প্রথম বাঁশি বাজার পর থেকেই দাপট দেখাতে থাকা রিয়াল অবশ্য ৪২ মিনিটের আগে গোলের দেখা পায়নি।
মার্কোস মোরেনোর হ্যান্ডবলের কারণে পাওয়া পেনাল্টি থেকে প্রতিপক্ষের গোলকিপার জাইমে গনসালেসকে পরাস্ত করেন এমবাপ্পে। আর প্রথমার্ধের যোগ করা সময়ে আত্মঘাতী গোলে লিড দ্বিগুণ করে রিয়াল।
এমবাপ্পের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার ফরান্দো। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় রিয়াল।
এরপর ৮০ মিনিট পর্যন্ত ব্যবধান ধরে রাখে সফরকারীরা। তবে এরপর ব্যবধান কমিয়ে লড়াই জমিয়ে তোলে তালাভেরা। জোরাল কোনাকুনি শটে গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড নাহুয়েল।
তবে বিপদ বাড়ার আগে ফের স্বস্তি ফেরান এমবাপ্পে। ডি বক্সের বাইরে থেকে জোরাল শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। স্কোর ৩-১। তবে নাটকীয়তার তখনো বাকি, যোগ করা সময়ে ফের গোল হজম করে রিয়াল।
গনসালো গোল করে ম্যাচ জমিয়ে তুলেন। কিন্তু বাকি সময়ে আর কিছু করতে পারেনি তারা। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।



