দেশজুড়ে জায়ান্ট স্ক্রিনে দেখা যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ

সম্প্রচারকারী প্রতিষ্ঠান টি-স্পোর্টস নিশ্চিত করেছে, দেশের আটটি স্থানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে ম্যাচটি।

নয়া দিগন্ত অনলাইন
কাল মাঠে গড়াবে হামজাদের ম্যাচ
কাল মাঠে গড়াবে হামজাদের ম্যাচ |ইন্টারনেট

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ ঘিরে উন্মাদনার কমতি নেই দেশজুড়ে। হামজা-জামালদের সামনে থেকে দেখতে চেষ্টার কমতি রাখেনি দর্শক-সমর্থকরা। টিকিট ছাড়ার পরপরই হয় যায় সোল্ড আউট।

সামনাসামনি দেখার সুযোগ হাতছাড়া হলেও, বাংলাদেশ ফুটবল দলের সমর্থকদের জন্য এসেছে দারুণ এক খবর। দেশের আটটি শহরে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে থাকছে খেলা উপভোগের সুযোগ।

এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল মঙ্গলবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

এই ম্যাচ ঘিরে দারুণ উত্তেজনা বিরাজ করছে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে। এই ম্যাচে অভিষেক হতে যাচ্ছে কানাডিয়ান লিগে খেলা সামিত সোমের। থাকছেন হামজা চৌধুরি ও ফাহমিদুল ইসলামরাও।

ম্যাচটি ঘিরে দর্শক উন্মাদনার কথা চিন্তা করে দারুণ এক উদ্যোগ নিয়েছে সম্প্রচারকারী প্রতিষ্ঠান টি-স্পোর্টস। তারা নিশ্চিত করেছে, দেশের আটটি স্থানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি দেখানো হবে ম্যাচটি।

যেসব স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানো হবে

রবীন্দ্র সরোবর, ঢাকা

এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

জেলা পরিষদ চত্বর, ময়মনসিংহ

জেলা পরিষদ চত্বর, রংপুর

নানকিং বাজার, রাজশাহী

জিরো পয়েন্ট, সিলেট

শিববাড়ি মোড়, খুলনা

বেল’স পার্ক, বরিশাল