আর্জেন্টিনার সাথে ম্যাচ ফিউচার স্টারদের

অপর ল্যাতিন দেশ তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার সাথে জাতীয় স্টেডিয়ামে এ খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়।

ক্রীড়া প্রতিবেদক
নয়া দিগন্ত

প্রথম ম্যাচে ব্রাজিলের অনূর্ধ্ব-১৯ দলের কাছে ০-৪ গোলে হার। বিশ্বকাপ ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়নদের কাছে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার দলটি হালি গোলে হারলেও লড়েছিল সমান তালে। গোলের সুযোগও তৈরি করেছিল। শেষদিকে মোহাম্মদ মানিকের প্রচেষ্টা পোস্টে প্রতিহত হয়। ল্যাতিন বাংলা সুপার কাপে প্রথম ম্যাচে হারা স্বাগতিকরা কাল দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। অপর ল্যাতিন দেশ তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার সাথে জাতীয় স্টেডিয়ামে এ খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশের দলটি যেমন অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ ফুটবলারদের নিয়ে গড়া। তেমনি আর্জেন্টিনা দলটিও অনূর্ধ্ব-১৯ উপস্থিতিতে গড়া।

এদিকে ম্যাচটি আরো ভালো করার জন্য আজ জাতীয় স্টেডিয়ামে বিকেলে অনুশীলন করেছে নামজুল হুদা ফয়সালরা। লাল-সবুজদের দলে ক্যাসপার হকসহ চারজন প্রবাসী ফুটবলার আছেন। কোচ ইমরুল হাসান ইমুর দলের অবশ্য এ প্রথম খেলা সুযোগ হলো দক্ষিণ আমেরিকার দুই বিশ্বসেরা দলের সাথে খেলার।