ডি মারিয়া বুড়িয়ে গেছেন, তবে ফুরিয়ে যাননি। এখনো মাঠে দেখা মেলে তার ঝলঝলানি। এবার তো বনে গেলেন আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার। ক্যারিয়ারে ডি মারিয়া এ কীর্তি গড়লেন দ্বিতীয়বার।
সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে ৩৭ বছর বয়সী ডি মারিয়ার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। লাউতারো মার্তিনেস ও লেয়ান্দ্রো পারেদেসকে পেছনে ফেলে ২০২৫ সালে আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন তিনি।
আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্ধারণ করা হয়। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো যেখানে বিজয়ী হলেন ডি মারিয়া। প্রথমবার তিনি এ স্বীকৃতি পেয়েছিলেন ২০১৪ সালে।
এ পুরস্কারে একচ্ছত্র আধিপত্য লিওনেল মেসির। টানা সাতবারসহ রেকর্ড ১৬ বার এ পুরস্কার জিতেছেন তিনি। চারবারের বেশি নেই আর কারো, গত বছর সেরা হয়েছিলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
উল্লেখ্য, ইউরোপিয়ান ফুটবলে গৌরবময় অধ্যায় শেষে গত মে মাসে শৈশবের ক্লাব রসারিও সেন্ট্রালে ফেরেন ডি মারিয়া। এ বছর দলটির আর্জেন্টিনার শীর্ষ লিগের শিরোপা জয়ে অবদান রাখেন তিনি।
আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে ১৬ ম্যাচে ৭ গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ ফুটবলার।
পুরস্কার জিতে ডি মারিয়া বলেন, ‘বর্ষসেরা হিসেবে এটি আমার দ্বিতীয় পুরস্কার। আমি কৃতজ্ঞ। সকল আর্জেন্টাইন ক্রীড়াবিদের সাথে থাকতে পারা দারুণ ব্যাপার, এখানে থাকতে চেয়েছিলাম আমি। আপনাদের সবাইকে ধন্যবাদ।’



