ফাইনালের বিশৃঙ্খলা নিয়ে আইনি অভিযোগ দায়ের করবে মরক্কো

সিএএফ জানিয়েছে, তারা ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে এবং শিগগিরই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। সংস্থাটি আরো যোগ করেছে যে তারা কিছু খেলোয়াড় ও কর্মকর্তার অগ্রহণযোগ্য আচরণের নিন্দা জানায়।

নয়া দিগন্ত অনলাইন

আফ্রিকান নেশন্স কাপের ফাইনালের বিশৃঙ্খলা নিয়ে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে মরক্কো। রোববারের ফাইনালে প্রতিপক্ষ সেনেগাল তাদের বিপক্ষে দেয়া একটি পেনাল্টির প্রতিবাদে মাঠ ছেড়ে চলে যায়, পরে আবার ফিরে এসে শিরোপা জয় করে।

রাবাতে অনুষ্ঠিত ফাইনালে অতিরিক্ত সময়ে সেনেগালের কাছে ১-০ গোলে হেরে যায় স্বাগতিক মরক্কো। তবে নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে একটি পেনাল্টির মাধ্যমে ট্রফি জয়ের সুযোগ পেয়েছিল তারা।

স্ট্রাইকার ব্রাহিম দিয়াজকে ফাউলের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর মরক্কোর পক্ষে পেনাল্টি দেয়া হলে প্রতিবাদে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। প্রায় ১৪ মিনিট পর সেনেগাল দল মাঠে ফিরে এলে ব্রাহিম দিয়াজ পেনাল্টির সুযোগ নষ্ট করেন।

মরক্কোর রয়্যাল ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়েছে, মরক্কো জাতীয় দলের বিপক্ষে ফাইনালে সেনেগাল জাতীয় দলের মাঠ ত্যাগের ঘটনা এবং রেফারির দেয়া সেই পেনাল্টিকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) ও ফিফার কাছে আইনি পদক্ষেপ নেবে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন। পেনাল্টিটি সব বিশেষজ্ঞের মতে সঠিক ছিল।

বিবৃতিতে আরো বলা হয়, এই পরিস্থিতি ম্যাচের স্বাভাবিক গতিপ্রবাহ এবং খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।

মরক্কোর এই অভিযোগের মাধ্যমে ফলাফল নিয়ে আনুষ্ঠানিক আপত্তি জানানোর বিষয়টি ছাড়া তারা ঠিক কী অর্জন করতে চায়, তা স্পষ্ট নয়।

এর আগে সোমবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং সিএএফ ফাইনালে ঘটে যাওয়া বিশৃঙ্খল পরিস্থিতির নিন্দা করেন। তারা বলেন, সহিংসতা ও মাঠ ত্যাগের মতো ঘটনা ফুটবলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইনফান্তিনো বলেন, মাঠে এবং গ্যালারিতে আমরা অগ্রহণযোগ্য দৃশ্য দেখেছি। কিছু তথাকথিত সমর্থক, পাশাপাশি কয়েকজন সেনেগালিজ খেলোয়াড় ও কোচিং স্টাফের আচরণের আমরা তীব্র নিন্দা জানাই।

তিনি আরো বলেন, এভাবে মাঠ ছেড়ে চলে যাওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। একইসাথে সহিংসতাও আমাদের খেলায় বরদাস্ত করা যায় না। ম্যাচ অফিসিয়ালদের মাঠে ও মাঠের বাইরে নেয়া সিদ্ধান্তকে সবসময় সম্মান করতে হবে। দলগুলোকে খেলার আইন মেনে মাঠেই প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, নইলে ফুটবলের মূল সত্তাই ঝুঁকির মুখে পড়বে।

সিএএফ জানিয়েছে, তারা ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করছে এবং শিগগিরই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। সংস্থাটি আরো যোগ করেছে যে তারা কিছু খেলোয়াড় ও কর্মকর্তার অগ্রহণযোগ্য আচরণের নিন্দা জানায়।