জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে প্রথম গোল হামজার, এগিয়ে বাংলাদেশ

দেশের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমেই সমর্থকদের আনন্দে ভাসালেন হামজা চৌধুরী। দেশের জার্সিতে প্রথম গোল করলেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
হামজা চৌধুরী
হামজা চৌধুরী |সংগৃহীত

দেশের মাঠে প্রথম ম্যাচ খেলতে নেমেই সমর্থকদের আনন্দে ভাসালেন হামজা চৌধুরী। ম্যাচের শুরুতেই উল্লাসে মাতালেন সমর্থকদের। জামাল ভূঁইয়ার কর্নার কিক থেকে হেডে বল জালে পাঠান তিনি, যা বাংলাদেশের হয়ে তার প্রথম গোল।

মঙ্গলবার (৪ জুন) ভুটানের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৫ মিনিটের মাথায় হেডে গোলের দেখা পান তিনি।

এতে ভুটানের বিপক্ষে ০-১ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় ভুটানের রক্ষণভাগকে চাপে রাখে জামাল-হামজারা।

এর আগে, গত মার্চে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হয়েছিল হামজার। তবে সেটি ছিল প্রতিপক্ষের মাঠে। দেশের দর্শকদের সামনে এই প্রথমবারের মতো খেললেন তিনি। আর গোল করে জানান দিলেন নিজের উপস্থিতি।

এ ম্যাচেই অভিষেক হয়েছে ইতালি প্রবাসী তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলামেরও।