হংকং কোচের তিরস্কারটা মেনে নিতে পারেননি হামজা। যদিও মুখে কিছু বলেননি, মাঠেই হামজা দিয়েছেন জবাব তার। ম্যাচের মাত্র ১৩ মিনিটেই হামজার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। যদিও লিড ধরে রাখা যায়নি।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে হামজার গোলেই হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নেমেছে বাংলাদেশ। এশিয়ান কাপের লড়াইয়ে টিকে থাকতে হলে যেখানে জয়ের বিকল্প নেই।
তবে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে কটূক্তি করেছিলেন হংকং কোচ। তাকে প্রশ্ন করা হয়েছিল হামজা আপনার দলে থাকলে কোথায় খেলাতেন? উত্তরে অ্যাশলে ওয়েস্টউড বলেছিলেন, তাকে বেঞ্চে বসিয়ে রাখতেন।
সেই সুক্ষ্ম কটূক্তির জবাব দিতে হামজা বেশি সময় নেননি। হংকংয়ের ফাউল করলে ১২ মিনিটের মাথায় ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। সেই ফ্রি-কিকটাই কাজে লাগান তিনি।
হামজা চৌধুরীর নেয়া বাঁকানো শটটি হংকংয়ের এক ফরোয়ার্ড হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তার মাথায় লেগে দিক পরিবর্তন করে বল জালে জড়িয়ে যায় জালে।
হংকং গোলরক্ষক লাফিয়ে উঠেও সেই বল ঠেকাতে পারেননি। গোল পেয়ে যায় বাংলাদেশ। উল্লাসে মেতে উঠে গোটা গ্যালারি।
সবকিছু ঠিক ছিল, এগিয়ে থেকেই বিরতিতে যাবার পথে ছিল দল। তবে শেষ রক্ষা হয়নি, যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার থেকে গোলটি শোধ করে বসেছে হংকং। তাতে ম্যাচে ফিরেছে সমতা।
১-১ সমতা নিয়ে বিরতিতে দুই দল। ফলে ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে এখন দ্বিতীয়ার্ধে।