টিভিতে দেখানো হচ্ছে বাংলাদেশ-হংকং ম্যাচ

চ্যানেলটির মঙ্গলবারের টিভি সূচি অনুযায়ী সকাল ১১টায় লাহোর টেস্ট, বিকেল ৩টায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং সন্ধ্যা ৬টা থেকে আফগানিস্তান-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে সরাসরি দেখানো হবে।

নয়া দিগন্ত অনলাইন

আজ বাংলাদেশের দু’টি খেলা। একটি ক্রিকেট, অন্যটি ফুটবল। ফুটবলে এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ফিরতি লেগের এই ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হংকংয়ের কাই তাক স্টেডিয়ামে শুরু হয়েছে।

৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে দর্শকসারি ভরিয়ে দিয়েছিলেন হংকং থেকে আসা শতাধিক সমর্থক। এবার তাদেরই শহরে খেলতে নামছে জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশের মাঠে যেমন বিদেশী দর্শক ছিলেন, এবার তেমনিভাবে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে প্রেরণা পেতে পারে হামজা চৌধুরী, শমিত শোমরা। আর দেশের ফুটবলভক্তদের ভরসা রাখতে হবে মোবাইলের পর্দায়। ম্যাচটি সরাসরি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে।

পাশাপাশি বাংলাদেশ-হংকং ম্যাচটি বঙ্গর পাশাপাশি বিটিভিতেও দেখা যাবে খেলা। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

ঢাকায় অনুষ্ঠিত ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছিল টি স্পোর্টস। তবে, ফিরতি লেগে তারা কোনো সম্প্রচার সূচিতে ফুটবল রাখেনি। চ্যানেলটির মঙ্গলবারের টিভি সূচি অনুযায়ী সকাল ১১টায় লাহোর টেস্ট, বিকেল ৩টায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং সন্ধ্যা ৬টা থেকে আফগানিস্তান-বাংলাদেশ তৃতীয় ওয়ানডে সরাসরি দেখানো হবে।