এল ক্লাসিকোতে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ

মাত্র আড়াই মিনিটের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় স্বাগতিকদের। বল নিয়ে ক্ষিপ্ত গতিতে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শট নেয়ার মুহূর্তে লামিন ইয়ামালের পায়ে জড়িয়ে পড়ে গেলে সুযোগ হাতছাড়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
এল ক্লাসিকোতে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
এল ক্লাসিকোতে জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ |সংগৃহীত

রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা মুখোমুখি হলে লড়াইটা কেবল জয়-পরাজয়ে আটকে থাকে না, সব ছাপিয়ে লড়াইটা হয়ে দাঁড়ায় সম্মান, ইতিহাস আর ঐতিহ্যের। যেই লড়াইয়ে গতরাতে জয়ী লস ব্লাঙ্কোজরা।

গত মৌসুমে চার এল ক্লাসিকোর সবগুলোতেই বার্সার কাছে ধরাশায়ী হয় রিয়াল। তবে নতুন মৌসুমের শুরুতেই কাঁটিয়ে উঠলো সেই খরা। ঘরের মাঠে বেলিংহাম ও এমবাপ্পের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল।

রোববার (২৬ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের জন্য সব ধরনের প্রস্তুতিই নিয়ে রেখেছিল লস ব্লাঙ্কোজরা। ৭৮ হাজার দর্শকে গমগমে স্টেডিয়াম ছাদ ঢেকে দিয়ে আরো প্রকম্পিত করে তুলে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে খেলা হলেও বল দখলের লড়াইয়ে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। প্রায় ৬৮ শতাংশ সময় বল পায়ে রাখে বার্সা। তবে কাজের কাজটা করতে পারেনি, অন্যদিকে ২৩টি শট নিয়ে ১০টি গোলমুখে রেখে দু’টি গোল আদায় করে রিয়াল।

মাত্র আড়াই মিনিটের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয় স্বাগতিকদের। বল নিয়ে ক্ষিপ্ত গতিতে বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শট নেয়ার মুহূর্তে লামিন ইয়ামালের পায়ে জড়িয়ে পড়ে গেলে সুযোগ হাতছাড়া হয়।

১২মিনিটে আবারো সুযোগ আসে। কিলিয়ান এমবাপের চিপ শট গোলকিপার ভয়েচেখ সেজনির মাথার ওপর দিয়ে গিয়ে জড়ায় জালে। তবে তা বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে।

তবে ১০ মিনিট পর সেই এমবাপ্পের গোলেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ২২ মিনিটে জুড বেলিংহামের বানিয়ে দেয়া বল থেকেই দলকে এগিয়ে দেনকিলিয়ান এমবাপ্পে। লা লিগার এটি তার ১১তম গোল।

৩৮তম মিনিটে সমতা ফেরায় বার্সেলোনা। গোলটিতে দায় ছিল রিয়ালের আর্দা গিলেরের। এই মিডফিল্ডার বলের নিয়ন্ত্রণ হারালে পেয়ে যান মার্কাস রাশফোর্ড। তার থেকে বল পেয়ে জোরাল শটে জালে পাঠান ফের্মিন লোপেস।

চার মিনিট পরই অবশ্য লিড পুনরুদ্ধার করে রিয়াল। ভিনিসিউসের উঁচু করে বাড়ানো বলে লাফিয়ে হেড করার চেষ্টা করেও পারেননি হাউসেন, সুযোগ পেয়ে অনায়াসে ফাঁকা জালে বল পাঠান অরক্ষিত বেলিংহ্যাম।

প্রথমার্ধের যোগ করা সময়ে রিয়াল আবার অফসাইডের ফাঁদে পড়ে লিড বাড়িয়ে নেয়ার সুযোগ হারায়। শেষ পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫২ মিনিটে পেনাল্টি পেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে, তার শট আটকে দেন বার্সা গোলরক্ষক শেজনি।

বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা। রিয়ালও পায়নি আর গোলের দেখা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করে লস ব্লাঙ্কোসরা।

লা লিগায় ১০ম রাউন্ডের খেলা শেষে ৯ জয় ও ১ হারে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭ জয়, ১ ড্র ও ২ হারে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে বার্সেলোনা।