অবিশ্বাস্য ছন্দে আছেন আর্লিং হলান্ড। গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। যে বন্যায় শনিবার রাতে ভেসে গেল ইসরাইল। হলান্ডের হ্যাটট্রিকে ইসরাইলকে বিধ্বস্ত করেছে নরওয়ে।
অসলোয় শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৫-০ গোলে জিতেছে নরওয়ে। বাকি দু’টি গোল আসে আত্মঘাতী থেকে। এই জয়ে ১৯৯৮ সালের পর প্রথম বিশ্বকাপে খেলার সম্ভাবনা জোরাল হলো নরওয়ের।
বাছাইয়ে এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে আছে তারা। দলের এমন অপ্রতিরোধ্য অগ্রযাত্রার নায়ক আর্লিং হলান্ড। দারুণ ছন্দে আছেন এই তারকা ফুটবলার।
জাতীয় দলের হয়ে আগের ম্যাচেই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছিলেন পাঁচবার! সেখান থেকে ক্লাবে ফিরে ছয় ম্যাচ খেলে প্রতিটিতেই পান গোলের দেখা। আর এবার জাতীয় দলে ফিরে করলেন হ্যাটট্রিক।
গোল উৎসবের শুরু হয় আত্মঘাতী গোল দিয়েই। ইসরাইলের আনান খালাইলির কাঁধের কাছে লেগে বল চলে যায় তাদেরই জালে। ২৮তম মিনিটে দলের তৃতীয় গোলও আসে আত্মঘাতী থেকে।
মাঝে অবশ্য নিজের প্রথম গোলটা পেয়ে যান হলান্ড। ২৭ মিনিটে আলেকজেন্ডার সরলথের পাস ধরে বল জালে জড়ান। বাকি ২ গোল করেন ৬৩ ও ৭২ মিনিটে, হেড থেকে।
এদিকে গত দুই বিশ্বকাপে খেলতে না পারা ইতালি এবার এখনো বাঁচিয়ে রেখেছে বিশ্বকাপে খেলার সম্ভাবনা। বাছাইয়ের ম্যাচে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তারা।