এবার নিষিদ্ধ হলেন মেসির দেহরক্ষী

লিগস কাপ কর্তৃপক্ষ তদন্ত শেষে তাকে চলতি আসরের বাকি অংশে টেকনিক্যাল এরিয়ায় নিষিদ্ধ করে।

নয়া দিগন্ত অনলাইন
লিওনেল মেসি ও তার দেহরক্ষী ইয়াসিন চুকো
লিওনেল মেসি ও তার দেহরক্ষী ইয়াসিন চুকো |ইন্টারনেট

ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকেই লিওনেল মেসির নিরাপত্তায় ছায়ার মতো সঙ্গী ইয়াসিন চুকো। কিন্তু এবার টানা তৃতীয় টুর্নামেন্টেও নিষেধাজ্ঞার কবলে পড়লেন এই দেহরক্ষী।

গত বুধবার ক্লাব অ্যাটলাসের বিপক্ষে ম্যাচ শেষে খেলোয়াড়দের কথোপকথনের মাঝে হস্তক্ষেপ করেন ইয়াসিন। বিষয়টি নিয়ে অ্যাটলাস ডিফেন্ডার মাথিয়াস দোরিয়া অভিযোগ করলে লিগস কাপ কর্তৃপক্ষ তদন্ত শেষে তাকে চলতি আসরের বাকি অংশে টেকনিক্যাল এরিয়ায় নিষিদ্ধ করে।

এর আগে মেজর লিগ সকার (এমএলএস) ও কনকাকাফ চ্যাম্পিয়নস কাপেও একই কারণে নিষিদ্ধ হয়েছিলেন ইয়াসিন। যদিও তার উপস্থিতি শুধু সাইডলাইনে নিষিদ্ধ, ড্রেসিং রুম ও মিক্সড জোনে মেসির পাশে থাকার অনুমতি রয়েছে।

ইয়াসিন চুকো একজন সাবেক মিক্সড মার্শাল আর্টিস্ট ও মার্কিন নৌবাহিনীর সদস্য ছিলেন। আমেরিকান এই নিরাপত্তাকর্মী বর্তমানে ইন্টার মায়ামির সাথে চুক্তিভুক্ত রয়েছেন।