‘বাংলাদেশের মেসি’ খ্যাত শিশু সোহান বিকেএসপিতে, নেবে প্রশিক্ষণ

মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুণ্য উপভোগ করেন এবং সোহানের সাথে বল নিয়ন্ত্রণের খেলায় মেতে উঠেন।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সোহানের সাথে বল নিয়ে মেতে ওঠেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম
সোহানের সাথে বল নিয়ে মেতে ওঠেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম |নয়া দিগন্ত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)’তে প্রশিক্ষণ দেয়া হবে ‘বাংলাদেশের মেসি’ খ্যাত শিশু ফুটবলার চাঁদপুর জেলার উত্তর মতলব থানার সোহানকে (৬)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সে এখানে আসে।

সোহান ও সোহানের বাবার সাথে সৌজন্য সাক্ষাত করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম এবং সোহান ও তার পরিবারের খোঁজ-খবর নেন। এরপর মহাপরিচালক সোহানকে নিয়ে মাঠে তার ফুটবল নৈপুণ্য উপভোগ করেন এবং সোহানের সাথে বল নিয়ন্ত্রণের খেলায় মেতে উঠেন।

মহাপরিচালক সোহানকে পরীক্ষামূলক বিকেএসপিতে প্রশিক্ষণের ব্যবস্থার কথা বলেন এবং ভবিষ্যতে বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণে অন্তর্ভুক্তির বিষয়ে পরে সিদ্ধান্ত নিবেন বলে জানান। তিনি সোহানকে আগামী দিনের মেসি (বিশ্ববিখ্যাত আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি) তৈরিতে বিকেএসপির সর্বাত্মক সহযোগিতার কথা বলেন। সোহানের বয়স কম হওয়ায় তার আবাসন বিকেএসপি প্রমিলা হোস্টেলে ব্যবস্থা করা হয়েছে এবং ফুটবল বিভাগের কোচ আছিয়া খাতুনের তত্ত্বাবধানে সোহান প্রশিক্ষণ গ্রহণ করবে বলে তিনি জানান।

সোহান বিকেএসপি মাঠে দীর্ঘক্ষণ তার পায়ে-পিঠেসহ শরীরের বিভিন্ন অংগে ফুটবল নিয়ন্ত্রণে দর্শকদের মুগ্ধ করে।

বাংলাদেশের মেসি খ্যাত সোহান ২০১৯ সালের ২২ আগস্ট চাঁদপুর জেলার উত্তর মতলবের সাড়েপাঁচানী গ্রামে জন্মগ্রহন করে। জন্মের পর থেকে যখন সোহান কিছু বুঝতে শুরু করে তখন থেকে ফুটবলে জাদুকরী খেলায় গ্রামবাসীকে মাতিয়ে রাখে। এক পর্যায়ে এ খবর মতলব উত্তর থানার সবখানে ছড়িয়ে পড়লে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় সে বিকেএসপিতে আসে। ভবিষ্যতে সোহান বড় মাপের ফুটবল খেলোয়ার হবে এটা সবারই আসা।

সোহানের বাবা মো: সোহেল প্রধানিয়া তার ছেলের স্বপ্নপূরণে বিকেএসপিতে আসতে পেরে মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তিনি বিকেএসপিতে আসার সুযোগ করে দেয়ায় চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনিকেও ধন্যবাদ জানান।