দেশের মাটিতে প্রথম ঈদ উদযাপন হামজ-ফাহমিদুলদের

দেশজুড়ে আজ শনিবার উল্লাস মুখর পরিবেশে মুসলমানরা উদযাপন করছে পবিত্র ঈদুল আজহা। ব্যতিক্রম নয় হামজা, ফাহমিদুল, জামাল ভূঁইয়ারা। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে তাদেরও।

নয়া দিগন্ত অনলাইন
ঈদ আনন্দে হামজা-ফাহমিদুলরা
ঈদ আনন্দে হামজা-ফাহমিদুলরা |ইন্টারনেট

দেশের মাটিতে প্রথমবারের মতো ঈদ উদযাপন করলেন হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামরা। তবে পরিবার নয়, তাদের ঈদ করতে হচ্ছে জাতীয় দলের সাথে। যদিও আনন্দ উদযাপনে কমতি রাখেনি বাফুফে, নিয়েছে নানা ব্যবস্থা।

দেশজুড়ে আজ শনিবার উল্লাস মুখর পরিবেশে মুসলমানরা উদযাপন করছে পবিত্র ঈদুল আজহা। ব্যতিক্রম নয় হামজা, ফাহমিদুল, জামাল ভূঁইয়ারা। ঈদের আনন্দ ছুঁয়ে গেছে তাদেরও।

যদিও পরিবার নয়, এবারের ঈদটা এই ফুটবলারদের করতে হচ্ছে দলের সাথে থেকেই। দায়িত্ববোধের কাছে বাধা পড়েছে আবেগ। দলের ব্যস্ত সূচি থাকায় মেলেনি ছুটি।

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১০ জুন বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কঠিন অনুশীলন করছে দল। অনুশীলনে নামবে আজও। জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় গা গরম করবেন তারা।

ফলে মেলেনি ছুটি, পরিবার ছাড়াই কেটে যাচ্ছে আনন্দমুখর এই দিন।

জানা গেছে, ঈদ আনন্দ আরো বাড়িয়ে দিতে নানা উদ্যেগ নিয়েছে বাফুফে। সবাইকেই দেয়া হয়েছে ঈদ গিফট।

ঈদের সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, টিম হোটেল থেকে পুরো দল একসাথে ঈদের নামাজ আদায় করতে বের হয় বাফুফের দেয়া সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা পরে।

সকাল ৭টায় শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিকটবর্তী চাঁদ মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা।

দলবদ্ধভাবে রাস্তায় বের হওয়ার পর থেকেই হামজাদের ঘিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। নামাজ শেষে সেলফি তোলার হিড়িক ছিল চোখে পড়ার মতো। হাসিমুখেই ভক্তদের আবদার রক্ষা করেছেন হামজারা।

জানা গেছ, নিয়ম মেনে ব্যবস্থা করা হবে ভালো মানের খাবারও। প্রধান কোচের পরামর্শ মেনে ডায়েট চার্ট অনুযায়ী দেয়া হবে খাবার।