অনিয়ম, অব্যবস্থাপনা আর বিতর্ক থেকে খুব করে বের হয়ে আসার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল। তাবিথ আওয়ালের নেতৃত্বে ঘুরে দাঁড়াতে মরিয়া ফেডারেশন। তবে এর মাঝেই এলো বড় ধাক্কা।
জরিমানার মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে কোনো বিতর্কিত ঘটনায় নয়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাফুফেকে জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটিকে দেড় হাজার ডলার জরিমানা দিয়েছে এএফসি। সেই সাথে দিয়েছে কড়া সতর্ক বার্তাও, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না হয়।
গত ১০ জুন ঢাকায় হওয়া এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার ম্যাচে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করতে দুই মিনিট বিলম্ব করায় এই শাস্তি দেয়া হয়েছে বাফুফেকে।
সেই ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনের সময় চতুর্থ রেফারির সাথে বাংলাদেশ দলের ম্যানেজার ও সহকারী কোচের ভুল বোঝাবুঝি হয়। পরবর্তীতে রেফারি এসে বিষয়টি মীমাংসা করে। এতে খেলা কয়েক মিনিট স্থগিত ছিল।
উল্লেখ্য, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে দেশজুড়ে দর্শকদের মাঝে তুমুল উন্মাদনার সৃষ্টি হয়। প্রথমবারের মতো বাংলাদেশ দলের হয়ে একসাথে মাঠে নামেন হামজা চৌধুরী, শামিত সোম ও ফাহামিদুল ইসলাম।
যদিও ম্যাচটা হেরে যায় বাংলাদেশ। ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।