চ্যাম্পিয়নস লিগে হলান্ডের হাফসেঞ্চুরি, সিটির জয়

গত মৌসুমে সিটির হয়ে খেলা কেভিন ডি ব্রুইনা এবার নাপোলির জার্সিতে মাঠে নামেন। তবে অধিনায়কের ভুলে মাত্র ২৫ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে।

নয়া দিগন্ত অনলাইন
চ্যাম্পিয়নস লিগে হলান্ডের হাফসেঞ্চুরি, সিটির জয়
চ্যাম্পিয়নস লিগে হলান্ডের হাফসেঞ্চুরি, সিটির জয় |সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেই বাজিমাত করলেন আর্লিং হলান্ড।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ইত্তিহাদ স্টেডিয়ামে নাপোলির বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

গত মৌসুমে সিটির হয়ে খেলা কেভিন ডি ব্রুইনা এবার নাপোলির জার্সিতে মাঠে নামেন। তবে অধিনায়কের ভুলে মাত্র ২৫ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাকে। নাপোলি অধিনায়ক জিওভানি দি লরেঞ্জো হলান্ডকে ফাউল করে লাল কার্ড দেখলে, রক্ষণ শক্তিশালী করতে ডি ব্রুইনাকে তুলে ডিফেন্ডার মাথিয়াস অলিভেরাকে নামান কোচ।

প্রতিপক্ষে একজন কম থাকায় সিটি আক্রমণের চাপ বাড়ায়। প্রথমার্ধে ১৬টি শট নেয় তারা, যার পাঁচটি লক্ষ্যে ছিল। বিরতির আগে নাপোলি গোলরক্ষক মিলিনকোভিচ-সাভিচ দু’টি দুর্দান্ত সেভ করে সমতা ধরে রাখেন।

দ্বিতীয়ার্ধে ৫৬তম মিনিটে ফিল ফোডেনের থ্রু বল হেডে জালে পাঠিয়ে ডেডলক ভাঙেন হলান্ড। এটি ছিল চ্যাম্পিয়নস লিগে সিটির হয়ে তার ৫০তম গোল। মাত্র ৪৯ ম্যাচে এই হাফসেঞ্চুরি পূর্ণ করে ইউরোপ সেরা প্রতিযোগিতায় দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন তিনি। ২০০৭ সালে ৬২ ম্যাচে এই মাইলফলক ছুঁয়েছিলেন রুড ফন নিস্টলরয়।

৯ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জেরেমি ডোকু। সতীর্থের পাস ধরে দু’জনকে কাটিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন এই বেলজিয়ান ফরোয়ার্ড। বাকি সময়ে সিটির আক্রমণের ধার কিছুটা কমে যায়। নাপোলি পুরো ম্যাচে গোলের জন্য মাত্র একটি শট নিতে পারে।