বর্ষসেরা একাদশে দেম্বেলে-এমবাপ্পে, নেই ব্রাজিল-আর্জেন্টিনার কেউ

এবারও ঠাঁই হয়নি সেলেসাওদের কারো। আর প্রথমবারের মতো একাদশে নেই আর্জেন্টিনার কোনো প্রতিনিধিও। সব মিলিয়ে ফুটবলের দুই পরাশক্তি দেশের সমর্থকদের হতাশই করেছে আইএফএফএইচএস।

নয়া দিগন্ত অনলাইন
বর্ষসেরা একাদশে দেম্বেলে-এমবাপ্পে
বর্ষসেরা একাদশে দেম্বেলে-এমবাপ্পে |সংগৃহীত

২০২৫ সালের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আইএফএফএইচএস। তবে সেরা এগারোয় জায়গা হয়নি ব্রাজিল-আর্জেন্টিনার কোনো ফুটবলারের। যা দুই পরাশক্তি দেশের জন্য বড় ধাক্কাই বটে।

২০১৭ সাল থেকে বছরের সেরা খেলোয়াড়দের নিয়ে বর্ষসেরা একাদশ প্রকাশ করতে শুরু করে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণকারী সংস্থা ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিসটিকস’।

সেই থেকে গত আট বছরে প্রতিবারই বর্ষসেরা একাদশে আর্জেন্টিনার কেউ না কেউ ছিলেন। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত লিওনেল মেসি একাই এই তালিকায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। গত বছর বর্ষসেরা দলে মেসি না থাকলেও গোলকিপার পজিশনে ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

অন্যদিকে ২০১৭ সালে ৩ জন এবং ২০১৮, ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালে আইএফএফএইচএসের বর্ষসেরা একাদশে ব্রাজিলের একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছিলেন। তবে গত বছর বর্ষসেরা একাদশে ছিলো না ব্রাজিলের কেউ।

এবারও ঠাঁই হয়নি সেলেসাওদের কারো। আর প্রথমবারের মতো একাদশে নেই আর্জেন্টিনার কোনো প্রতিনিধিও। সব মিলিয়ে ফুটবলের দুই পরাশক্তি দেশের সমর্থকদের হতাশই করেছে আইএফএফএইচএস।

দেশের হিসেবে এই বছরের সেরা একাদশে জায়গা পেয়েছেন —ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ের খেলোয়াড়রা। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের দুজন করে খেলোয়াড় আছেন একাদশে।

আইএফএফএইচএস-এর ২০২৫ সালের বিশ্ব একাদশ-

গোলরক্ষক: জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি)

ডিফেন্ডার: নুনো মেন্ডেস (পর্তুগাল), উইলিয়ান প্যাচো (ইকুয়েডর), আশরাফ হাকিমি (মরক্কো)

মিডফিল্ডার: ভিতিনহা (পর্তুগাল), পেদ্রি (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন)

ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স), আর্লিং হালান্ড (নরওয়ে), হ্যারি কেইন (ইংল্যান্ড), উসমান দেম্বেলে (ফ্রান্স)।