হামজা চৌধুরীকে নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে প্রথমবার খেলতে নামছেন তিনি। একাদশে আছেন ফাহমিদুল ইসলাম ও কাজেম শাহ। লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে তাদের। তবে নেই সামিত সোম।
সিঙ্গাপুর ম্যাচে চোখ রেখে বুধবার (৪ জুন) ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দু’দল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়।
মূল লক্ষ্য ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ হলেও উদ্দীপনার কমতি ছিল না এই প্রীতি ম্যাচকে ঘিরেও। তবে সেই উন্মাদনা বেড়ে গেল আরো। হামজা-ফাহমিদুলদের নিয়ে মাঠে নামছে লাল-সবুজ বাহিনী।
বাংলাদেশ একাদশ :
তপু বর্মণ, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসাইন, মিতুল মারমা (গোলকিপার), তারিক কাজী, ফাহমিদুল ইসলাম, সোহেল রানা, কাজেম শাহ, সাদ উদ্দীন ও তাজ উদ্দীন।