চ্যাম্পিয়ন্স লিগ

শেষ ষোলো নিশ্চিত লিভারপুল, ম্যান সিটি ও বার্সেলোনার, প্লে-অফে খেলবে পিএসজি, রিয়াল

রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও সরাসরি রাউন্ড অব সিক্সটিনে খেলার যোগ্যতা হারিয়েছে। বেনফিকার মাঠে ৪-২ গোলে হারার পর সেরা আটের বাইরে ছিটকে যায় দলটি। গোলরক্ষক আনাতোলি ট্রুবিন ৯৮তম মিনিটে গোল করে বেনফিকাকে প্লে-অফের শেষ স্থান উপহার দেন।

নয়া দিগন্ত অনলাইন
চ্যাম্পিয়ন্স লিগ পর্বের খেলা শেষে নিশ্চিত হলো শেষ ষোলো
চ্যাম্পিয়ন্স লিগ পর্বের খেলা শেষে নিশ্চিত হলো শেষ ষোলো |ফাইল ছবি

চ্যাম্পিয়ন্স লিগ পর্বের খেলা শেষে রাউন্ড অব সিক্সটিন বা শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মতো দলগুলো। তবে শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) ও রেকর্ড ১৫ বারের শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।

বুধবার (২৮ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের শেষ রাতের নাটকীয়তায় সেরা আটেই আটকে যায় পিএসজি ও রিয়াল মাদ্রিদ।

আর্সেনাল আট ম্যাচের আটটিতেই জিতে টেবিল টপার হিসেবে পরের রাউন্ডে উঠেছে। গতকাল গানার্সরা কাইরাত আলমাটিকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে থেকে শেষ করে দলটি। অন্যদিকে বায়ার্ন মিউনিখ আট ম্যাচে সাত জয় নিয়ে রয়েছে টেবিলের দ্বিতীয় অবস্থানে।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল তাদের শেষ ম্যাচে কারাবাগকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে ৩৬ দলের টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে। শেষ ষোলোতে লিভারপুলের সাথে যোগ দিয়েছে টটেনহ্যাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি। মূলত ৩৬ দলের টপ আট দল সরাসরি রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে।

তবে শিরোপাধারী পিএসজিকে নকআউটে যেতে হলে প্লে-অফ পর্ব খেলতে হবে। যদিও গত মৌসুমেও প্লে-অফ খেলেই শিরোপা জিতেছিল দলটি। নিউক্যাসলের সাথে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে সরাসরি শেষ ষোলোতে উঠতে ব্যর্থ হয় পিএসজি।

এদিকে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদও সরাসরি রাউন্ড অব সিক্সটিনে খেলার যোগ্যতা হারিয়েছে। বেনফিকার মাঠে ৪-২ গোলে হারার পর সেরা আটের বাইরে ছিটকে যায় দলটি। গোলরক্ষক আনাতোলি ট্রুবিন ৯৮তম মিনিটে গোল করে বেনফিকাকে প্লে-অফের শেষ স্থান উপহার দেন।

২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি ইত্তিহাদ স্টেডিয়ামে গ্যালাতাসারেকে ২-০ গোলে হারিয়ে অষ্টম স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করে। এর ফলে শেষ দল হিসেবে তারা রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে। আর্লিং হালান্ড ও রায়ান চেরকি সিটির পক্ষে স্কোরশিটে নাম লেখান।

স্পোর্টিং লিসবন ছিল চমকপ্রদ সেরা আটের দল। তারা দু’বার পিছিয়ে পড়েও অ্যাথলেটিক বিলবাওকে ৩-২ গোলে হারিয়েছে।

কিলিয়ান এমবাপ্পে বেনফিকার বিপক্ষে নিজের ১২তম চ্যাম্পিয়ন্স লিগ গোল করে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন। কিন্তু বিরতির আগে আন্দ্রেয়াস শেলডেরুপ ও ভাঙ্গেলিস পাভলিদিসের পেনাল্টিতে বেনফিকা লিড নেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই শেলডেরুপ আবার গোল করলে ৩-১ গোলে এগিয়ে যায় বেনফিকা। পরে এমবাপ্পে আরেকটি গোল করে ব্যবধান কমালেও শেষ মুহূর্তে দুই খেলোয়াড় লাল কার্ড দেখলে রিয়াল মাদ্রিদ নয়জনের দলে পরিণত হয়। শেষ মুহূর্তে বেনফিকার গোলরক্ষক ট্রুবিন ফ্রি-কিক থেকে হেডে গোল করে ইতিহাস গড়েন।

রিয়াল পরের রাউন্ডে বেনফিকার সাথে পুনরায় বা অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারানো বোডো বা গ্লিমেটের মুখোমুখি হবে।

পার্ক ডি প্রিন্সেসে ড্রয়ের পর নিউক্যাসল ও পিএসজি দু’দলই প্লে-অফের টিকটি পেয়েছে। যেখানে তাদের প্রতিপক্ষ হবে কারাবাগ বা মোনাকো। অন্যদিকে ইন্টার মিলান বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ হারালেও সেরা আটে ঢুকতে পারেনি। মোনাকোতে গোলশূন্য ড্রয়ের পর জুভেন্টাসও একই পরিণতি বরণ করে।

শেষ ষোলায় সরাসরি খেলবে সেরা আট দল। সেগুলো হলো — আরসেনাল (ইংল্যান্ড), বায়ার্ন মিউনিখ (জার্মানি), লিভারপুল (ইংল্যান্ড), টটেনহ্যাম (ইংল্যান্ড), বার্সেলোনা (স্পেন), চেলসি (ইংল্যান্ড), স্পোর্টিং লিসবন (পর্তুগাল) ও ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড)।

প্লে-অফ খেলে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত কররে যে দলগুলো— রিয়াল মাদ্রিদ (স্পেন), ইন্টার মিলান (ইতালি), পিএসজি (ফ্রান্স), নিউক্যাসল ইউনাইটেড (ইংল্যান্ড), জুভেন্টাস (ইতালি), অ্যাটলেটিকো মাদ্রিদ (স্পেন), আতালান্তা (ইতালি) ও লেভারকুসেন (জার্মানি)।

সূত্র : বাসস