ভারতকে হারানোর আনন্দ উপভোগ্য হচ্ছে আরো। ২২ বছর পর ভারতবধের গল্প লিখে জামাল ভূঁইয়ারা ফিফা থেকে পেল পুরস্কার। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের, পেছনে ফেলেছে নেপালকে।
বুধবার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) হালনাগাদ করা সর্বশেষ র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০-তে।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে র্যাঙ্কিংয়ে দু’দলের দুরত্ব ছিল ৪৬ ধাপ। লড়াইয়ে অবশ্য তা চোখে পড়েনি, শেখ মোরসালিনের গোলে ভারতকে হারানোর স্বাদ পায় বাংলাদেশ। মাঠ ছেড়েছে ১-০ গোলের জয় নিয়ে।
ভারতের আগে নেপালের বিপক্ষে খেলেন হামজা-শমিতরা। সেই ম্যাচে অবশ্য এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিকেরা। শেষ মুহূর্তের গোলে ম্যাচ ২-২ গোলে ড্র করে নেপাল।
যদিও তখন নেপাল ছিল র্যাঙ্কিংয়ের বাংলাদেশের চেয়ে ৩ ধাপ এগিয়ে ছিল। তবে সর্বশেষ হালনাগাদে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯, আগে যা ছিল ৮৯৪.০৬।
বিগত ৯ বছরের এটাই সেরা অবস্থান। বাংলাদেশ এর আগে ২০১৬ সালের মেতে ১৭৮ নম্বরে ছিল, তখন রেটিং পয়েন্ট ছিল ৮৭। তবে ২০১৭ শেষের দিকে চলে যায় ইতিহাসের সর্বনিম্ন ১৯৭ নম্বরে।
এদিকে বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনতি হয়েছে ভারতের। ১৩৬ থেকে ১৪২-এ নেমে গেছে তারা। অবনতি হয়েছে নেপালেরও। দু’ধাপ পিছিয়ে এখন ১৮২ নম্বরে তারা।
র্যাঙ্কিংয়ের সেরা দশেও হয়েছে অদলবদল। মরক্কোকে পেছনে ফেলে ১০ নম্বরে আছে ক্রোয়েশিয়া। দু’ধাপ এগিয়ে পাঁচে আছে ব্রাজিল। পেছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। আটে বেলজিয়াম ও নয়ে রয়েছে জার্মানি।
যথারীতি শীর্ষে থেকে বছর শেষ করছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।



